নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে৷৷ আগরতলা শহরের কাছে নন্দননগরে একসঙ্গে তিনটি শিশুর মৃতদেহ পাওয়া গিয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ পুলিশ জানিয়েছে, নন্দননগর কোয়ার্টার কমপ্লেক্সের পেছনে আনারস বাগানে তিনটি শিশুর মৃতদেহ পরে থাকতে দেখে স্থানীয় শ্রমিকরা৷ সাথে সাথেই তারা খবর দেয় পুলিশকে৷ জি বি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহগুলি উদ্ধার করে জি বি হাসপাতালের মর্গে পাঠিয়েছে৷ পুলিশ জানিয়েছে, মৃতদেহগুলি সদ্যোজাত শিশুর৷ এক থেকে দুই দিন বয়সি এই শিশুদের মৃতদেহ কীভাবে ঐ স্থানে এল তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে৷ উদ্ধারকৃত মৃতদেহগুলির মধ্যে একটি ছেলে ও দুটি কন্যা রয়েছে৷ এদের হত্যা করা হয়েছে কিনা তা স্পষ্ট নয়৷ পুলিশ তদন্ত শুরু করেছে৷ উদ্ধারকৃত শিশুদের মৃত্যুর কারণ জানতে মৃতদেহগুলি ময়না তদন্ত করা হবে বলে পুলিশ জানিয়েছে৷
2018-05-06