
বাংলাদেশের নারায়ণগঞ্জে মৃতু্য হয়েছে হাসেম মোল্লা (১৭), রফিকুল ইসলাম (৩৩) এবং ওবায়দুল হক (২৭) সহ ৯ জনের| রাজবাড়িতে মৃত্যু হয়েছে মহম্মদ মতিন শেখ (৪৬) নামে একজন কৃষকের| হবিগঞ্জে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে শামসুল হক (৪০) নামে একজন শ্রমিকের| রাজশাহীতে বজ্রপাতে মৃত্যু হয়েছে একজন কৃষকের এবং ঈশ্বরদী (পাবনা) উপজেলায় বজ্রপাতে মৃত্যু হয়েছে ৩৩ বছর বয়সি একজন ব্যক্তির| বাকিদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি|