
এদিন তিনি পার্শ্ববর্তী কাজিরঙা জাতীয় উদ্যানে বিজ্ঞাপনের দৃশ্যগ্রহণ করবেন। সেখানে কাজিরঙা গলফ রিজোর্টে হবে শ্যুটিং। পরম্পরাগত মাছ শিকারের পাশাপাশি অন্যান্য লোকেশনে দৃশ্যগ্রহণের ব্যস্ত হয়ে পড়েছেন প্রিয়াঙ্কা। তার চারপাশে অতন্দ্র প্রহরীর মতো ঘিরে রয়েছেন বীরাঙ্গনা-সহ কুড়িজন বিশেষ নিরাপত্তারক্ষী।
রবিবার তিনি যোরহাটের গটঙা চা বাগানের বিভিন্ন লোকেশনে ক্যামেরার সামনে শট দিয়েছেন। চা বাগানের এক তরুণীর সঙ্গে সাইকেল চালিয়ে আত্মহারা হয়ে পড়েন বলিউড ও হলিউডি অভিনেত্রী। হাতি সাফারি, চা পাতা তোলা ইত্যাদি নানা শট দিয়েছেন তিনি। সন্ধ্যার প্রাক্কালে তিতাবরের পার্শ্ববর্তী জালুকনিতে অবস্থিত ঠেঙাল মেনন নামের রিজোর্টের সামনে প্রায় দেড়শো বছরের পুরনো এক বিশাল বৃক্ষের নীচে খোলা আকাশের নীচে বিহু নাচ ও গানে মূর্চ্ছা যান মোহময়ী অভিনেত্রী বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া। এরপর আহোমদের পরম্পরাগত চাকলাং প্রথার কনের সাজে বিয়ের পিড়িতে বসে দৃশ্যগ্রহণ করেছেন তিনি।
এদিকে গতকালের মতো আজও অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে চোখের দেখা দেখতে এবং পারলে খানিকটা স্পর্শ করে অনুভূতি পেতে উৎসাহী মানুষ উন্মাদ হয়ে পড়েছেন। বিএমডব্লিউ কারে চড়ে তিনিও যেদিকে যাচ্ছেন অপেক্ষারত মানুষকে হাত নাড়িয়ে শুভেচ্ছা বিনিময় করে কিছুটা হলেও তাদের আশা পূরণ করছেন।