নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল৷৷ রাজধানী আগরতলায় প্রধান জেলা ও দায়রা আদালত চত্বরে পুলিশ কোর্টের মালখানা এবং রেকর্ড রুম থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ও অস্ত্রশস্ত্র গায়েব হওয়ার পর রবিবার এক সন্দেহভাজন দুষৃকতিকে গ্রেফতার করেছে পুলিশ৷ ঘটনার তদন্তে নেমে পুলিশ এই প্রথম সাফল্য পেল৷ তবে সাধারণ চুরির জন্য যে এই ঘটনা ঘটেনি তা আবারও স্পষ্ট হয়ে গেছে৷
পুলিশ সূত্রে জানা গেছে, আপাতত এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে৷ তার কাছ থেকে একটি পিস্তল এবং ৭৩ রাউন্ড গুলি উদ্ধার করার হয়েছে৷ পুলিশ একটি গোপন ডেরায় হানা দিয়ে তাকে গ্রেফতার করেছে৷ তার সঙ্গী বাকি দুজন গা ডাকা দিতে সক্ষম হয়েছে৷ বাকিদের সন্ধানে পুলিশ তল্লাশি শুরু করেছে৷ পুলিশ এখনই ধৃতের পরিচয় জানাতে নারাজ৷ একই সঙ্গে বিস্তারিত কিছু জানাতেও চাইছে না তদন্তের স্বার্থে৷ গত শুক্রবার আদালতের স্বাভাবিক কাজকর্ম শুরুর আগে পুলিশ কর্মী ও আধিকারিকরো আদালত এসে নিজের কক্ষে যেতেই কিছু অস্বাভাবিক পরিস্থিতির সম্মুখীন হন৷ দেখেন, লকআপের ভেতর মালখানার ভেতরে সব লণ্ডভন্ড হয়ে আছে৷ াাবার মালখানার ভেতরে সূর্যের অলোও ঢুকছে৷
এরপরেই শুরু হয় দৌড়ঝাঁপ৷ অতিরিক্ত পুলিশকর্মী থানা থেকে ছুটে আসেন৷ পরে দেখা যায় পেছন দিয়ে তস্করের দল জানালা বেঙে ভেতরে প্রবেশ করে৷ বাইরে রাইফেলের ম্যাগজিন সহ কিছু গুলিও পড়েছিল৷ জানা গেছে বহু নথিপত্র গায়েব করে দেওয়া হয়েছে৷ একই সঙ্গে লণ্ডভন্ড করে দেওয়া হয়েছে বহু নথিপত্র৷ পুলিশের ধারনা, গভীর রাতে পেছনের পথ দিয়ে দুষৃকতিকারীরা ভেতরে প্রবেশ করে৷ পুলিশের ধারনা, সাধারণ চুরির উদ্দেশ্যে নয়, নথিপত্র লোপাটের জন্যই এমনটা করা হয়েছে৷ সাংবাদিক হত্যাকাণ্ড এবং রোজভ্যালি কাণ্ডের তদন্তে রাজ্যে সিবিআই রাজ্যে আসায় বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ৷
2018-04-30