যান্ত্রিক ত্রুটির কারণে দিল্লিতে অবতরণ করল এয়ার ইণ্ডিয়ার বিমান, নিরাপদে যাত্রীরা

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (হি.স.) : যান্ত্রিক ত্রুটি থাকার জন্য দিল্লি বিমানবন্দরে জরুরী অবতরণ করল এয়ার ইণ্ডিয়ার যাত্রীবাহী বিমান। যাত্রীরা নিরাপদেই রয়েছে বলে জানা গিয়েছে।
রবিবার সকাল ১০টা ১৫মিনিট নাগাদ দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইণ্ডিয়ার এআই-৮২৫ বিমানটি শ্রীনগরের উদ্দেশ্যে উড়ে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। বিমানে থাকা যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে কর্তব্যরত পাইলট মাঝ আকাশে বিমানের দিশা বদল করে ফের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের অভিমুখে ফিরে আসে। দিল্লির এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বিমানের যান্ত্রিক ত্রুটির কথায় জানানো হয়। পরে সকাল ১০টা ৫৫মিনিট নাগাদ বিমানটি নিরাপদেই অবতরণ করে। বিমানবন্দর সূত্রে জানানো হয়েছে বিমানের যাত্রীরা প্রত্যেকেই নিরাপদেই রয়েছে। পরে অন্য আর একটি বিমানে করে যাত্রীদের পুনরায় শ্রীনগরের উদ্দেশ্যে রওনা করানো হয়। কি ধরণের যান্ত্রিক ত্রুটি ওই বিমাটিতে ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *