
এশিয়া কাপ টি-২০র জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করা হল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দলে থাকলেও বাদ পড়লেন বাংলার রুমেলি ধর। তবে একতা বিস্ত-রাজেশ্বরী গায়কোয়াড স্পিন জুটিকে ফেরানো হল টি-২০ ফর্ম্যাটে। এশিয়া কাপে ভারতীয় দলের নেতৃত্বে হরমনপ্রীত কৌর ও সহ-অধিনায়কের দায়িত্বে স্মৃতি মন্ধানা। দলে রয়েছেন মিতালি রাজ, জেমাইমা রডরিগেজ, দীপ্তি শর্মা, অনুজা পাটিল, বেদ কৃষ্ণমূর্তি, তানিয়া ভাটিয়া (উইকেটরক্ষক), ঝুলন গোস্বামী, পূজা বস্ত্রকার,শিখা পান্ডে,পুনম যাদব, রাজেশ্বরী গায়কোয়াড, একতা বিস্ত এবং মোনা মেসরাম।
অাগামী ১ জুন থেকে মালেশিয়ায় টি-২০তে মহিলাদের এশিয়া কাপ শুরু হচ্ছে। ভারতের সঙ্গে রয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, থাইল্যান্ড এবং আয়োজক দেশ মালেশিয়া। একে অপরের বিরুদ্ধে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের সেরা দুই দল ফাইনাল খেলবে। অাগামী ১১ জুন ফাইনাল হবে।