
দুর্ঘটনার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে আসে পুলিশ। শুরু হয় উদ্ধার কাজ। ঘটনাস্থলেই চালক অনুপ অবস্থী (২৫) এবং খালাসি কিষণ (২৩) সহ ৯ জনের মৃত্যু হয়। হাসপাতালে আহতদের নিয়ে গেলে চিকিৎসা চলাকালীন আরও ৪ জনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। আশঙ্কাজনক অবস্থায় বাকি ৩ জন আরোহী চিকিৎসা চলছে শাহজাহানপুর জেলা হাসপাতালে। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। কি কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক তদন্তের পরে পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে বেপরোয়া ভাবে ভ্যান চালানোর জন্য নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। বাকি মৃতদেহগুলির শনাক্তকরণে কাজ এখনও চলছে। এই দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য যান চলাচল বিপর্যস্ত হয় ২৪ নম্বর জাতীয় সড়কে। পরে দুর্ঘটনাগ্রস্ত ভ্যান গাড়িটিকে উদ্ধার করে সরিয়ে দেয় পুলিশ। তারপর পরিস্থিতি স্বাভাবিক হয়।
এই দুর্ঘটনার প্রসঙ্গে জেলার অতিরিক্ত পুলিশ সুপার ঘনশ্যাম জানিয়েছেন, ভ্যানটিতে মোট ১৬ জন আরোহী ছিল। এদিন ভোর ৫টা ৩০মিনিট নাগাদ পাসগাওয়ান থানার অন্তগর্ত ২৪ নম্বর জাতীয় সড়কে শাহাজাহানপুর-লাখিমপুরের সংযোগস্থলে উছাউলিয়াতে পাপী দা ধাবাঁ সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা মারে ভ্যানটি।