
নিয়ম অনুযায়ী দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে ৷ আগামীকাল ২৮ তারিখ চতুর্থ শনিবার ৷ পরশু ২৯ তারিখ রবিবার ৷ সোমবার ৩০ এপ্রিল বুদ্ধপূর্ণিমার জন্য ব্যাঙ্ক ছুটি ৷ এবং পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস । সেদিনও তাই ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷ এর আগে পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা ছিল ১ মে ৷ এর জেরে ২ মে রাজ্য সরকারের তরফে ছুটি ঘোষণা করা হয়েছিল ৷ তবে নতুন বিজ্ঞপ্তিতে অনুযায়ী পঞ্চায়েত নির্বাচন পিছিয়ে গিয়েছে ১৪ মে-তে । কিন্তু, এখন ২ মে-র ছুটি বাতিল করে নি রাজ্য সরকার । তারা চায় ওই দিন ছুটি থাকুক । তবুও ২ মে ছুটি নিয়ে এখনও ধন্ধ রয়ে গিয়েছে ৷ যদি ওই দিন ছুটি বাতিল না করা হয় তাহলে এ রাজ্যে টানা পাঁচদিন বন্ধ থাকবে ব্যাঙ্কের পরিষেবা ৷ সম্প্রতিই গোটা দেশজুড়ে নোট সমস্যা দেখা দিয়েছিল ৷ তার উপর চারদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷ তাই এটিএমে ফের ক্যাশের সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে ৷ আর ২ মে-র ছুটি বহাল থাকলে সেই সমস্যা এ রাজ্যে আরও একদিন বাড়বে ৷