
ইন্দু মালহোত্রা হলেন প্রথম মহিলা আইনজীবী যিনি সরাসরি শীর্ষ আদালতের বিচারপতি নিযুক্ত হলেন| এছাড়াও স্বাধীনতার পর থেকে এযাবত্ ৬১ বছর বয়সি ইন্দু মালহোত্রা হলেন সুপ্রিম কোর্টের সপ্তম মহিলা বিচারপতি| প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে প্রথম মহিলা বিচারপতি হলেন জাস্টিস ফতিমা বিভি| তিনি নিযুক্ত হয়েছিলেন ১৯৮৯ সালে| এদিকে, উত্তরাখণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি কে এম জোসেফকেত শীর্ষ আদালতের বিচারপতি করার প্রস্তাবটি কেন্দ্র পুনর্বিবেচনার জন্য কলেজিয়ামে পাঠানোয় বিতর্ক তৈরি হয়েছে|