
পুলিশের কাছে দেওয়া নিজেদের বয়ানে স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, দিন দুইয়েক আগে বাড়ির দরজা বন্ধ করে চলে যায় পেশায় অটোরিক্সা চালক ওই ব্যক্তি। তখন তারা ভাবে যে ওই ব্যক্তি সপরিবারে কোথাও ঘুরতে গিয়েছে।
অন্যদিকে অভিযুক্ত ওই ব্যক্তিকে ধরার জন্য তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। মৃতার বাপেরবাড়ির লোকেদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। আপাতত ওই বাড়িটিকে সিল করে দিয়েছে পুলিশ।
অন্যদিকে গোটা দেশজুড়ে পচাগলা মৃতদেহ উদ্ধারের ঘটনা বেড়েই চলেছে। সম্প্রতি কেরলের তিরুভালামে এক বিদেশি পর্যটক মহিলার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। দুই সপ্তাহ আগে হরিয়ানার রোহতকের এক যুবতীর পচাগলা মৃতদেহ উদ্ধার করা হয়।