
এই প্রসঙ্গে মঙ্গলবার কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে কেন্দ্রীয়মন্ত্রী তথা বিজেপি নেতা অনন্ত কুমার জানিয়েছেন, ‘ গণতন্ত্র এবং সংবিধান নিয়ে প্রশ্ন করার কোনও অধিকার কংগ্রেসের নেই।’ অন্যদিকে সুপ্রিম কোর্টের প্রধানবিচারপতির বিরুদ্ধে কংগ্রেসের আনা ইমপিচমেন্ট প্রস্তাবকে উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু খারিজ করে দেওয়াকে স্বাগত জানিয়ে কেন্দ্রীয়মন্ত্রী অনন্ত কুমার জানিয়েছেন, ‘তাদের (কংগ্রেস) এই পদক্ষেপ প্রমাণ করে যে স্বাধীনতার পর ৭০ বছর অতিবাহিত হয়ে গেলেও সংবিধানকে তারা এখনও বুঝতে পারেনি।’