
জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বঙ্গভবনের দরবার হলে শপথগ্রহণ অনুষ্ঠান পরিচালনা করবেন। তিনি বলেছেন, শপথগ্রহণ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি, দেশের পূর্বতন রাষ্ট্রপতি, বিচারক, মন্ত্রিপরিষদের সদস্য, আইনপ্রণেতা, বিশিষ্ট রাজনীতিবিদ, কূটনীতিক এবং বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তাঁদের আমন্ত্রণও জানানো হয়েছে।