
রবিবার গভীর রাত ১১টা ৫৭মিনিট নাগাদ উত্তরপূর্ব দিল্লির গান্ধীনগরে তিনতলার একটি কাপড়ের কারখানা আগুন লেগে যায়। কারখানার ভেতর থেকে আগুনের লেলিহান শিখা এবং কালো ধোঁয়া বেরোতে দেখে খবর দেওয়া হয় দমকলে। আগুন লাগার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে দমকলের ১০টি ইঞ্জিন। শুরু হয় আগুন নেভানোর কাজ। ঘন্টাখানেকের প্রচেষ্টায় রাত ১২টা ৪৫ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল। কিন্তু ততক্ষণে আগুনে পড়ে ছাই হয়ে গিয়েছে কারখানার ভেতরে রাখা বহু কাপড়। পাশাপাশি যন্ত্রাংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। কারখানার ভেতর থেকে ২ জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। কি কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখছে দমকল। তবে প্রাথমিক তদন্তের পরে দমকলের অনুমান শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে। অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের দাবি আগুল লাগার খবর পাওয়া পরে অনেক দেরিতে ঘটনাস্থলে আসে দমকল। তার জেরে আগুন আরও বেশি মাত্রায় ছড়িয়ে যায়।
তিনতলা এই কারখানার একতলায় গুদাম এবং বাকি দুটি তলায় মেশিনের মাধ্যমে কাপড় তৈরি করা হতো। মূলত জিনসের কাপড়ই প্রস্তুত করা হতো।