
মিলিটারি হাসপাতালের মুখপাত্র জানিয়েছেন, চিকিত্সকদের বহু চেষ্টা সত্ত্বেও প্রাণে বাঁচানো গেল না হাবিলদার চরণজিত্ সিংকে| শুক্রবার তাঁর মৃত্যু হয়েছে| সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, গত ১৭ এপ্রিল রাজৌরি জেলার সুন্দেরবানি সেক্টরে, নিয়ন্ত্রণরেখা বরাবর অবস্থিত ভারতীয় সেনাছাউনি লক্ষ্য করে অতর্কিতে হামলা চালায় পাকিস্তানি সেনাবাহিনী| পাক হামলায় গুলিবিদ্ধ হন হাবিলদার চরণজিত্ সিং| তত্ক্ষণাত্ তাঁকে ভর্তি করা হয় নিকটবর্তী মিলিটারি হাসপাতালে| কিন্তু, শুক্রবার তাঁর মৃত্যু হয়েছে|
শহিদ সেনা জওয়ান চরণজিত্ সিংয়ের বাড়ি রাজৌরি জেলার নৌশেরায়, কালসিয়ান গ্রামে| স্ত্রী নীলম কুমারিকে একে রেখে অকালেই না ফেরার দেশে চলে গেলেন তিনি| শনিবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন বীর সেনা জওয়ান চরণজিত্ সিংয়ের| উল্লেখ্য, চলতি বছরে এখনও পর্যন্ত অন্তত ৬৫০ বার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তানি সৈন্য| পাক হামলায় এযাবত্ ৩১ জনের মৃত্যু হয়েছে, তাঁদের ১৬ জন নিরাপত্তা রক্ষী|