
পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে রাজৌরি জেলার নৌশেরা সেক্টরের আনওয়াস, লাম এবং পুখরানি সহ বিভিন্ন এলাকায় গোলাগুলি বর্ষণ করে পাকিস্তানি সেনাবাহিনী| কালবিলম্ব না করে শত্রুপক্ষকে যোগ্য জবাব ফিরিয়ে ভারতীয় সেনাবাহিনী| পাক হামলায় ভারতীয় ভূখণ্ডে হতাহতের কোনও খবর নেই| তবে, পাকিস্তানের লাগাতার হামলায় রীতিমতো আতঙ্কিত সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী মানুষজন|