শিকারপুরী, ১৯ এপ্রিল (হি.স.) : কর্ণাটকে বিধানসভা নির্বাচনে বিশাল ব্যবধানে জিতবেন বলে দাবি করলেন বিজেপির বর্ষীয়ান নেতা বি এস ইয়েদুরাপ্পা। বৃহস্পতিবার শিমোগার শিকারপুর বিধানসভা কেন্দ্রে নিজের মনোনয়ন পেশ করার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ইয়েদুরাপ্পা জানিয়েছেন, ‘৩০,০০০ থেকে ৪০,০০০ ভোটের ব্যবধানে আমি জিততে চলেছি। প্রত্যেকেই আমাদের সম্প্রদায়কে সমর্থন করার জন্য এগিয়ে এসেছে।’
প্রসঙ্গত, চলতি বছরের মে মাসে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে কর্ণাটকে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা ইয়েদুরাপ্পার হাত ধরেই ফের ক্ষমতায় ফেরার জন্য মরিয়া হয়ে উঠেছে বিজেপি।
অন্যদিকে, দ্বাদশ শতাব্দীর লিঙ্গায়ত দার্শনিক, কবি তথা সমাজ সংস্কারক বাসভেসবারাকে শ্রদ্ধা জানানোর প্রসঙ্গে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে যে তরজা শুরু হয়েছে সেই প্রসঙ্গে ইয়েদুরাপ্পা জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লন্ডনে বাসভেসবারার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। লিঙ্গায়ত নিয়ে যারা বিভাজনের রাজনীতি করছে তাদের কাছে একটি স্পষ্ট বার্তা দেওয়া গিয়েছে।
অন্যদিকে, এদিন ইয়েদুরাপ্পার সঙ্গে ছিলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিং। তিনি জানিয়েছেন যে উন্নয়ন এবং সমৃদ্ধির জন্য বিজেপিকে ভোট দেওয়া উচিত।