মক্কা মসজিদ বিস্ফোরণ মামলা : এনআইএ বিচারপতির ইস্তফা দেওয়ার আবেদন খারিজ হাইকোর্টে

হায়দরাবাদ, ১৯ এপ্রিল (হি.স.): মক্কা মসজিদ বিস্ফোরণ মামলায় গত সোমবার হায়দরাবাদের নামাপল্লি ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) আদালতে বেকসুর খালাস ঘোষিত হয়েছেন স্বামী অসীমানন্দ সহ সমস্ত অভিযুক্তই| ১১ বছর আগের মক্কা মসজিদ বিস্ফোরণ মামলায় স্বামী অসীমানন্দ সহ পাঁচ অভিযুক্তকে বেকসুর খালাস ঘোষণা করেছেন এনআইএ আদালতের বিচারপতি রবিন্দর রেড্ডি| কিন্তু, রায় ঘোষণার পরই আচমকা ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন এনআইএ আদালতের বিচারপতি রবীন্দর রেড্ডি| আচমকা কেন ইস্তফা দিলেন এনআইএ বিচারপতি রবীন্দর রেড্ডি, এ প্রসঙ্গে সম্প্রতি সরব হন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও| সূত্রের খবর, এনআইএ বিচারপতি রবীন্দর রেড্ডির ইস্তফা দেওয়ার আবেদন খারিজ করে দিয়েছে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা হাইকোর্ট| রেড্ডির ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত খারিজ করে দেওয়ার পাশাপাশি অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা হাইকোর্টের তরফে জানানো হয়েছে, অবিলম্বে দায়িত্ব পালন করুন|
উল্লেখ্য, ২০০৭ সালের ১৮ মে শুক্রবারের নামাজ চলাকালীন বিস্ফোরণে কেঁপে ওঠে হায়দরাবাদের আইকনিক চারমিনার| জোরালো বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ন’জনের, এছাড়াও আহত হয়েছিলেন অন্তত ৫৮ জন| প্রাথমিক পুলিশি তদন্তের পর এই বিস্ফোরণ কাণ্ডের তদন্তভার তুলে দেওয়া হতো সিবিআই-এর হাতে| ২০১১ সালে তদন্ত হাতে নেয় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)| মোট ১০ অভিযুক্তের মধ্যে ধরা পড়েছিল মাত্র পাঁচজন| ধৃতেরা ছিলেন দেবেন্দ্র গুপ্তা, লোকেশ শর্মা, স্বামী অসীমানন্দ ওরফে নবকুমার সরকার, ভরত মোহনলাল রাতেশ্বর ওরফে ভরত ভাই এবং রাজেন্দ্র চৌধুরী| অপর দুই অভিযুক্ত হলেন, সন্দীপ ভি ডাঙ্গে এবং রামচন্দ্র| এছাড়াও সুনীল যোশী নামে এক অভিযুক্তের মৃত্যু হয়েছে| গত সোমবার হায়দরাবাদের নামাপল্লি ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) আদালতে স্বস্তি পেয়েছেন স্বামী অসীমানন্দ সহ সমস্ত অভিযুক্তই| ১১ বছর আগের মক্কা মসজিদ বিস্ফোরণ মামলায় স্বামী অসীমানন্দ সহ সমস্ত অভিযুক্তকে বেসকুর খালাস ঘোষণা করেছে এনআইএ আদালত|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *