ওডিশায় স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার নির্যাতিতার কাকা

কালাহান্ডি (ওডিশা), ১৮ এপ্রিল (হি.স.): দেশজুড়ে ধর্ষণের মতো নক্ক্যারজনক ঘটনা দিন দিন বেড়েই চলেছে| উন্নাও, কাঠুয়া, এটাহ ও দিল্লির পর এবার ওডিশার কালাহান্ডি জেলা| কালাহান্ডি জেলার বিশ্বনাথপুর থানার অন্তর্গত বাচাকা গ্রামে ধর্ষণের শিকার হল তৃতীয় শ্রেণির এক ছাত্রী| বাচাকা গ্রামের সন্নিকটে ঘন জঙ্গলে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালানো হয় ছোট্ট ওই মেয়েটির উপর| এই ঘটনায় অভিযোগের তির নির্যাতিতা শিশুর কাকার বিরুদ্ধে| আট বছর বয়সি ওই শিশুটির মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করেছে পুলিশ|

পুলিশ সূত্রের খবর, ধৃত অভিযুক্তর নাম হল, সন্ন্যাসী বিভারা| সম্পর্কে সে নির্যাতিতা শিশুটির কাকা| অভিযোগ, খাবারের লোভ দেখিয়ে আট বছর বয়সি ওই শিশুটিকে বাচাকা গ্রামের সন্নিকটে ঘন জঙ্গলে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে অভিযুক্ত ওই ব্যক্তি| বাড়ি ফেরার পর গোটা বিষয়টি নিজের মাকে জানায় ওই ছোট্ট মেয়েটি| শিশুটির মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ব্যক্তিকে| কালাহান্ডির অতিরিক্ত পুলিশ সুপার গোপিনাথ মণি পাত্র জানিয়েছেন, ‘শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে| অভিযুক্ত ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *