নয়াদিল্লি, ১৮ এপ্রিল (হি.স.) : কাঠুয়া, উন্নাও, এটাহের পরে এবার দিল্লির রোহিণী এলাকা। নাবালিকাদের প্রতি যৌন নির্যাতন অব্যাহত। ১৪ বছরের মানসিক ভারসাম্যহীন এক নাবালিকাকে ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়াল পশ্চিম দিল্লির রোহিণী এলাকায়। অভিযোগের তির প্রতিবেশী যুবকের বিরুদ্ধে।
শুধু ধর্ষণ করেই থেমে থাকেনি ওই যুবক। তার দুই বন্ধুকে দিয়ে ওই নাবালিকার আপত্তিজনক ছবি মোবাইল ক্যামেরার তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়। গত শনিবার নিজের মেয়ের আপত্তিজনক ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়ে চমকে যান ওই নাবালিকার বাবা-মা। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুলিশকে।
এই ধর্ষণকাণ্ডের তদন্তে নেমে পুলিশ বছর ৩২-এর বান্টি নামে এক যুবক ও তার দুই বন্ধুকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্র থেকে জানা গিয়েছে আপত্তিজনক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে বাণ্টি নামে ওই যুবক একাধিকবার ওই মানসিক ভারসাম্যহীন নাবালিকাকে ধর্ষণ করত। বান্টি ওই মানসিক ভারসাম্যহীন নাবালিকার পরিবারের পূর্ব পরিচিত। সেই সুযোগে ফাঁকা বাড়িতে ঢুকে ওই নাবালিকা অন্য একটি জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি, পকসো আইন এবং তথ্যপ্রযুক্তির একাধিক আইনের মামলা দায়ের করেছে। যে মোবাইল ক্যামেরা দিয়ে ভিডিও করা হয়েছিল তা বাজেয়াপ্ত করা হয়েছে।