গোমতীতে তলীয়ে যাওয়া ৭ বছরে শিশুর মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল৷৷ মেলাঘর কামরাঙাতলী এলাকায় গোমতী জলে তলিয়ে যাওয়া সাত বছরের শিশুর মৃতদেহ উদ্ধার করা হয় মঙ্গলবার দুপুরে৷ মেলাঘর থানাধীন কুকিয়াছড়া এলাকায় ভাসমান অবস্থায় তাকে দেখতে পায় স্থানীয় লোকজন৷ উদ্ধার হওয়া শিশুর নাম দৈপায়ন ঘোষ৷
সংক্রান্তির স্নান করতে গিয়ে নদীর গর্ভে তলিয়ে যায় দুই শিশু৷ স্নান করতে গিয়ে গোমতী নদীর গ্রাসে চলে যাওয়া দুই নাবালক শহদর ভাই৷ পয়লা বৈশাখের আগের সকালে বর্ষান্তে চৈত্র সংক্রান্তির ধর্মীয় আচরণে যোগ দেবার আগে স্নান করতে গিয়ে এই ঘটনাটি ঘটে৷ কয়েক ঘন্টা পর ঘটনাস্থল থেকে আরও বেশ কিছু দূরে নদী থেকে দেবজীতের দেহ উদ্ধার হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *