জিপিএস লাগানো গাড়িতে করে কর্ণাটকের ভোটগ্রহণ পরিচালনা করবেন নির্বাচন আধিকারিকেরা

বেঙ্গালুরু, ১৭ এপ্রিল (হি.স.) : আসন্ন কর্ণাটক বিধানসভা নির্বাচনে জিপিএস লাগানো গাড়িতে ভোটগ্রহণ পরিচালনা করবেন জাতীয় নির্বাচন কমিশনের দ্বারা নিযুক্ত আধিকারিক এবং কর্মীরা। ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ট ভাবে সম্পন্ন করার জন্য এবং অবাদ নির্বাচন করার লক্ষ্যে কর্তব্যরত ভোটকর্মীদের গাড়িতে জিপিএস লাগানো থাকবে। তার ফলে কোনও ভোটকর্মীর অবস্থান সম্পর্কে চটজলদি জানতে পারবে জাতীয় নির্বাচন কমিশন। এর ফলে কোনও ভোটগ্রহণ কেন্দ্রে অশান্তি সৃষ্টি হলে চট জলদি সেই সব জায়গায় বাড়তি ভোটকর্মী পাঠানো যেতে পারবে। অন্যদিকে কোনও রাজনৈতিক দলের নেতা কর্মীরা যদি ভোটকর্মীদের উপর চড়াও হয়ে তার গাড়ি থামিয়ে হামলা চালায়া তা হলে সংশ্লিষ্ট ভোটকর্মীর অবস্থান জিপিএসের মাধ্যমে খুব সহজে চিহ্নিত করে ঘটনাস্থলে পুলিশ পৌঁছিয়ে যেতে পারবে।
প্রসঙ্গত, চলতি বছরের ১২ মে বিধানসভা নির্বাচন হবে কর্ণাটকে। ২২৪ আসন বিশিষ্ট কর্ণাটক বিধানসভায় এই মুহূর্তে ক্ষমতায় রয়েছে কংগ্রেস। অন্যদিকে দক্ষিণের এই রাজ্যটিকে দখল করতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি। পিছিয়ে নেই জেডি(এস)। তারাও ঝপিয়েছে এই ভোট যুদ্ধে। তাই আগাম রাজনৈতিক অস্থিরতার আভাস পেয়েই এই উদ্যোগ নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *