নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল৷৷ রাজ্যের বিভিন্ন স্থানে নির্বচানোত্তর সন্ত্রাস চলছে বলে অভিযোগ করা হয়েছে৷ পাশাপাশি দলের পক্ষ থেকে এইসব ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সিপিএম৷ দলের রাজ্য সম্পাদক মন্ডলীর তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, মোহনপুর মহকুমার এসরাই বাজারে সি পি আই (এম) অফিস পুড়িয়ে দেয়া, মেলাঘরে সি পি আই (এম) অফিস ভাঙচুর, মান্দাইয়ে সি পি আই (এম) অফিসের ওপর বিজেপি-আই পি এফ টি জোটের হামলার তীব্র নিন্দা করছে সি পি আই (এম) ত্রিপুরা রাজ্য সম্পাদকমন্ডলী৷
গত ১৪ এপ্রিল রাত ১২টা নাগাদ আই পি এফ টির দুর্বৃত্তরা মোহনপুর মহকুমার এসরাই বাজারে অবস্থিত সি পি আই (এম) অফিসটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়৷ পার্টির সমস্ত কাগজপত্র, আসবার পুড়িয়ে ছাই করে দেয়৷ দালানটির প্রচন্ড ক্ষতি করে৷ সে রাতে আই পি এফ টি সভাপতি এবং জোট সরকারের মন্ত্রী নরেন্দ্র দেববর্মাকে নিয়ে এসরাই বাজারে বিজয় উৎসব করার পর পরই আই পি এফ টি দৃর্বত্তরা সি পি আই (এম) অফিসটিতে আগুন দেয়৷
১৫ এপ্রিল সন্ধ্যা পৌঁনে ৬টা নাগাদ বিজেপি’র দৃর্বত্তরা মেলাঘর বাজারে অবস্থিত সি পি আই (এম) অফিসে জোর করে ঢুকে ৩ জন কর্মরত পার্টি নেতা ও কর্মীকে বের করে দিয়ে অফিসের চেয়ার – টেবিল, আলমারিকৃ, টেলিভিশন, সেটসহ যাবতীয় আসবারপত্র ভেঙে চুরমার করে দেয়৷ অফিসের কাছেই থানা৷ কিন্ত পুলিশ কোন ব্যবস্থাই নেয়নি৷
১৫ এপ্রিল জিরানীয়ার মান্দাইয়ের আই পি এফ টি দুর্বৃত্তরা সি পি আই (এম) অফিসে তালা ভেঙ্গে ঢোকে এবং অফিসের বাইরের দেয়ালটি আই পি এপ টি’র পতাকার রঙে চিত্রিত করে৷ জোট সরকার ক্ষমতাসীন হওয়ার পর একবার আই পি এফ টি দুর্বৃত্তরা মান্দাই বাজারে সি পি আই (এম) অফিস এবং পার্শ্ববর্তী দোকান ও বাড়িতে আগুন দিয়েছিল৷
গত ১৪ এপ্রিল বিকেলে ত্রিপুরা বামফ্রন্ট কমিটির নেতৃত্ব বিজেপি – আই পি এফ টি জোট সরকারের মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে অন্যান্য দাবির মধ্যে বামপন্থী দলগুলোর এবং গণসংগঠনগুলোর অফিসের ওপর এখনি হামলা বন্ধ করতে কঠোর পদক্ষেপ নেয়া এবং আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত করার দাবি জানানোর চবিবশ ঘন্টার মধ্যে সি পি আই (এম) তিনটি অফিসের ওপর ফ্যাসিস্টসুলভ আক্রমণ সংগঠিত হল৷ এতে এটা স্পষ্ট হয়েছে বিজেপি – আই পি এফ টি জোট সরকারের নেতৃত্বের এসব ফ্যাসিস্টসুলভ আক্রমণ বন্ধ করার এবং আইনের শাসন প্রতিষ্ঠার কোন রাজনৈতিক সদিচ্ছা নেই৷
গত ২৫ বছর রাজ্যে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত থাকার সময় রাজ্যে কোন রাজনৈতিক দলের বা গণসংগঠনের অফিসের ওপর শাসক দলের কর্মীদের আক্রমণের একটিও ঘটনা নেই৷ বরং, বামফ্রন্ট সরকার থাকার সময় আই পি এফ টি-বিজেপি বেশ কয়েকটি সি পি আি (এম) অফিস আক্রমণ করেছে, পুড়িয়ে দিয়েছে৷ এরা ক্ষমতাসীন হয়ে বেপরোয়া সন্ত্রাসে মদত দিচ্ছে৷
সি পি আই (এম) রাজ্য সম্পাদকমন্ডলী এসব ফ্যাসিস্টসুলভ বর্বরতা এখনি বন্ধ করতে এবং অপরাধীদের গ্রেপ্তার করে আদালতে সোর্পার্দ করতে পুলিশ -প্রশাসনের কাছে দাবি জানাচ্ছে৷ সন্ত্রাসমূলক আক্রমণ চালিয়ে বিরোধী রাজনৈতিক দলের সাংবিধানিক -গণতান্ত্রিক অধিকার অবদমিত রাখা যাবে না৷ শান্তি- সম্প্রীতি গণতন্ত্রপ্রিয় মানুষকে নয়া শাসক জোটের ফ্যাসিস্টসুলভ আক্রমণের বিরুদ্ধে সোচ্চার হতে, আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত করতে সক্রিয় ভূমিকা নিতে আহ্বান জানাচেছ৷
2018-04-17