নয়াদিল্লি, ১৩ এপ্রিল (হি.স.) : উন্নাও, কাঠুয়া গণধর্ষণকাণ্ডে রাহুল গান্ধীর অবস্থান নিয়ে প্রশ্ন তুললেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী স্মৃতি ইরানি। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর মোমবাতি মিছিলকে কটাক্ষ শুক্রবার স্মৃতি ইরানি জানিয়েছেন, ধর্ষণকাণ্ডে অভিযুক্ত গায়াত্রী প্রসাদ প্রজাপতিকে সমর্থন জানিয়েছিলেন রাহুল গান্ধী। দায়ে পড়ে এবার (ধর্ষকদের বিরুদ্ধে) অবস্থান নিয়েছেন তিনি। কিন্তু আমেথির মানুষ সত্যিটা জানে। বিচার ব্যবস্থার প্রতি আমার আস্থা রয়েছে।
সমাজবাদী পার্টির বিধায়ক গায়াত্রী প্রসাদ প্রজাপতির বিরুদ্ধে চিত্রকূটে এক মহিলাকে টানা দুই বছর ধরে ধর্ষণ করে যাওয়ার অভিযোগ ওঠে। অশালীন ছবি তুলে সেটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ওই মহিলাকে টানা দুই বছর ধরে ধর্ষণ করে গায়াত্রী প্রসাদ প্রজাপতি। পরে পুলিশ তাকে গ্রেফতারও করে। ধর্ষণ ছাড়াও অভিযুক্তের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। অন্যদিকে স্মৃতি ইরানি জানিয়েছেন, সরকার এবং তদন্তকারীদল গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার গভীর রাতে দিল্লির রাজপথে উন্নাও, কাঠুয়া গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে মোমবাতি নিয়ে মিছিল করেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ একাধিক বহু বিশিষ্ঠ কংগ্রেস নেতা।