কাঠুয়া কাণ্ডে প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন ওমর আব্দুল্লা

শ্রীনগর, ১৩ এপ্রিল (হি.স.): কাঠুয়া গণধর্ষণ কাণ্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আব্দুল্লা। এক ট্যুইটবার্তা ওমর আব্দুল্লা লিখেছেন, ‘আপনার নিজের কাছে যে বিষয়গুলি গুরুত্বপূর্ণ তা নিয়ে আপনি বরাবরই সরব হয়েছেন। কিন্তু অন্যের জন্য যা গুরুত্বপূর্ণ তা নিয়ে আপনি মৌন থেকেছেন।’ ওমর আব্দুল্লা তার ট্যুইটবার্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন যে ওই ধর্ষিতা শিশুটির জন্য তিনি যেন সরব হন।
প্রসঙ্গত, ১০ জানুয়ারি জম্মু ও কাশ্মীরের কাঠুয়ার রাসানা গ্রামে আট বছরের এক শিশুকন্যাকে অপহরণ করে তুলে নিয়ে গিয়ে একটি মন্দিরের ভেতরে গণধর্ষণ করে ৬ জন। প্রায় এক সপ্তাহ পরে ওই শিশুকন্যার মৃতদেহ ওই একই জায়গা থেকে উদ্ধার করা হয়। এর পরেই প্রশাসনের তরফ থেকে বিশেষ তদন্তকারীদল গঠন করা হয়। এখনও পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে পুলিশের দুই স্পেশ্যাল পুলিশ অফিসার এবং এক হেডকনস্টেবল রয়েছে। ধৃত পুলিশকর্মীদের বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *