চেন্নাই, ১৩ এপ্রিল (হি.স.): জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় আট বছর বয়সি শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন প্রখ্যাত অভিনেতা তথা রাজনীতিক কমল হাসান| মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত কমল হাসান জানিয়েছেন, ‘আমি অত্যন্ত দুঃখিত আমার সন্তান| তোমার জন্য এই দেশটিকে আমরা নিরাপদ করে তুলতে পারলাম না| লড়াই অব্যাহত থাকবে, অন্তত তোমার মতো শিশুদের ন্যায়বিচারের জন্য| আমরা কখনই তোমাকে ভুলবো না|’
শুধু কমল হাসান নন, কাঠুয়া ধর্ষণ ও খুন কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে গর্জে উঠেছে গোটা দেশ| জম্মু ও কাশ্মীরের আট বছরের ছোট্ট আসিফাকে যেভাবে নির্মম অত্যাচারের শিকার হতে হয়েছে, তার তীব্র নিন্দায় সরব দেশবাসী| প্রতিবাদের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়| অপরাধীদের শাস্তি দাবি জানিয়েছেন, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহৱুবা মুফতি সহ শীর্ষ স্থানীয় রাজনৈতিক নেতারা|