কাঠুয়া ও উন্নাও গণধর্ষণ : মধ্যরাতে ইন্ডিয়া গেটে মোমবাতি মিছিল করলেন রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১৩ মার্চ (হি.স.) : কাঠুয়া ও উন্নাওয়ে ধর্ষণের ঘটনায় ন্যায়বিচারের দাবিতে বৃহস্পতিবার মধ্যরাতে ইন্ডিয়া গেটে মোমবাতি মিছিল করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| রাহুল গান্ধী বলেন, “মহিলাদের উপর যে নির্যাতন চলছে তা নিয়ে পদক্ষেপ নিক সরকার। আমরা এটাই চাই। এটা একটা ন্যাশনাল ইস্যু। রাজনৈতিক ইস্যু নয়।” বৃহস্পতিবার মধ্যরাতে রাহুলের মিছিলে অংশ নেন, বোন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা এবং তার স্বামী স্বামী রবার্ট বঢরাও। এছাড়াও, মিছিলে অংশ নেন আহমেদ প্যাটেল, গুলাম নবি আজ়াদ, অম্বিকা সোনি সহ অনেকেই।
মিছিলের আগে টুইট করে রাহুল লেখেন, লাখ লাখ ভারতীয়র মতো আমিও কষ্ট পেয়েছি। ভারতে মেয়েদের সঙ্গে যে ধরনের আচরণ করা হচ্ছে তা চলতে পারে না। তাই এই হিংসার প্রতিবাদ ও বিচারের দাবিতে আজ রাতে শান্তিপূর্ণ মোমবাতি মিছিলে অংশ নিন আমার সঙ্গে। রাহুল গান্ধি বলেন, সরকার এইসব ঘটনার তদন্ত করুক। দেশের মেয়েরা এখন বাড়ির বাইরে পা রাখতে ভয় পাচ্ছে। সব জায়গাতেই মহিলাদের ধর্ষণ ও খুনের ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। মেয়েরা নিজেদের নিরাপদ বলে মনে করুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *