কৈলাসহর পুর পরিষদে কাজকর্ম লাটে, দুর্ভোগের শিকার জনগণ

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১১ এপ্রিল৷৷ রাজনৈতিক পট পরিবর্তনে কৈলাসহর পুর পরিষদের বামভক্ত কাউন্সিলাররা অফিসমুখো হচ্ছেন না৷ ফলে বিভিন্ন সংস্কার কাজও বন্ধ৷ বর্ষার আগে প্রতিবছর ড্রেনগুলো সংস্কার করা হত৷ এবার এমন কোনও উদ্যোগই নেই৷ শাসক বিজেপির তরফে উন্নয়ন কাজে প্রতিবন্ধকতা তৈরি করা হয়নি৷ কৈলাসহর কেন্দ্রে সিপিআইএম প্রার্থী বিপুল ভোটে জয়ী হয়েছেন৷ এরপর ও পুর পরিষদ ঠুটো জগন্নাথ৷ বাম দলের তপ্লিবাহক চীফ এক্সিকিউটিভ অফিসার হোমাগ্ণি ভট্টাচার্যও উদ্যোগী হয়ে কোনও সিদ্ধান্ত নিচ্ছেন না৷ অথচ প্রশাসনিক দায়িত্ব শিকেয় চড়িয়ে তিনি দুয়েক ঘন্টার জন্য অতিথি হিসাবে অফিসে যান৷ কাম কাজ নেই যেন উৎসবের মেজাজে অফিসকর্মীরা৷ বেতন খাড়া৷ এই অবস্থার ফলে পুর এলাকার বড় অংশের নাগরিকদের জন্য দুর্ভোগ অপেক্ষা করছেন৷
কৈলাসহরের গোবিন্দপুর, কাজির গাঁও, বৌলাপাশা, কাচের ঘাট সহ আরও কয়েকটি এলাকায় ড্রেনের জল বাড়িঘরে ঢুকে৷ রাস্তায় একহাটু জল ছাড়ায়৷ সেন্ট্রাল রোড, নেতাজী কর্নার রাস্তা ও জলমগ্ণ থাকে ড্রেন পরিস্কারের পরও৷ এবছর ড্রেন থেকে কাঁদামাটি তোলা এবং পরিস্কার করা হয়নি৷ ফলে কম বৃষ্টিতে ও জলমগ্ণ হবে নিম্নাঞ্চল৷ কয়েকজন নাগরিক জানালেন, রাজনৈতিক যাতাফলে দুর্ভোগ পোহাতে হবে তাদের৷ সিপিআই এমের কাউন্সিলাররা যদি জনগণকে দুর্ভোগে ঠৈলে দিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চান বর্তমান শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ জমানোর চেষ্টা করেন তবে তা হবে দুর্ভোগের৷ বিজেপির স্থানীয় নেতৃত্ব এবিষয়ে অবহিত৷ হয়ত সঠিক উদ্যোগ নেবেন৷ এমনটাই আশা করেন পুর নাগরিকরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *