রাজ্যের বিধায়কদের সঙ্গে টেলিফোনে কথা বললেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল ৷৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যের সমস্ত বিজেপি বিধায়কদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন৷ বুধবার বেলা ১১টা থেকে এই বার্তালাপ শুরু হয়৷ প্রায় ৪০ মিনিট কথা বলেন প্রধানমন্ত্রী৷
রা্যজ বিজেপি সূত্রে জানা গেছে, বিজেপির নির্বাচিত বিধায়কদের আগেই এ বিষয়ে সূচনা দেওয়া হয়েছিল৷ সে অনুযায়ী বার্তালাপ শুরু রহয় সকাল ১১টা থেকে৷ একযোগে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই বার্তালাপ চলে প্রায় ৪০ মিনিট৷ তবে দূরবর্তী স্থানে অবস্থানরত রাজ্যের বিধায়ককে নেটওয়ার্কজনিক ত্রুটির কারণে প্রধানমন্ত্রীর বক্তব্যের পুরোটা শুনতে অনেক কষ্ট হয়েছে৷
ত্রিপুরা বিধানসভা নির্বাচনের পর এই প্রথম প্রধানমন্ত্রী বিধায়কদের সঙ্গে কথা বলেছেন৷ প্রধানমন্ত্রী তাঁর টেলিফোনিক বক্তব্যে, নির্বাচনে তাদের জয়যুক্ত হওয়ার জন্য সাধুবাদ জানিয়েছেন৷ তবে তিনি বলেছেন, এখন জনগণের প্রত্যাশা পূরণের দায়িত্ব পালন করতে হবে৷ নির্বাচিত জনপ্রতিনিধিরা প্রত্যেকেই জনগণের সেবক৷ এখন নিষ্ঠার সঙ্গে এই দায়িত্ব পালন করতে হবে৷
প্রধানমন্ত্রীর বক্তব্য সম্পর্কে রাজ্যের যুব বিধায়ক সুশান্ত চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী সকলকে ভালো ভাবে স্বচ্ছতার সঙ্গে কাজ করতে বলেচেন৷ রাজ্যের মানুষ অনেক আশা নিয়ে ভোট দিয়েছেন৷ এখন সময়, প্রকৃত অর্থে জনগণের জন্য কাজ করার৷ কেন্দ্রীয় সরকার যেসব প্রকল্প হাতে নিয়েছে তার যথাযথ বাস্তবায়ন করতে হবে৷ যাদের স্বার্থে প্রকল্পগুলো নেওয়া হয়েছে সেই সব জনসাধারণের কাছে সুবিধা পৌঁছে দিতে হবে৷
প্রধানমন্ত্রীর বক্তব্যে বিধায়করা আপ্লুত৷ অনেকেই মনে করেন, এ ধরনের বক্তব্য রাজ্য বিধানসভায় প্রথমবারের জন্য নির্বাচিত হয়ে আসা বিধায়কদের প্রেরণা হিসাবে কাজ করবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *