রাজ্যে আইনের শাসন উধাও, অভিযোগ সিপিএমের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল৷৷ রাজ্যে নির্বাচনোত্তর সন্ত্রাসের অভিযোগ তুলেছে সিপিএম৷ সেই সাথে দল রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য৷ সিপিএমের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, শাসক দলের দুর্বৃত্তদের সন্ত্রাস, আক্রমণ অব্যাহত জিরানীয়া মহকুমায়৷ রাজ্য সরকার নির্বিকার৷ আইনের শাসন উধাও৷ গত ১০ এপ্রিল জিরানীয়া মহকুমা অন্তর্গত জিরানীয়া বড়জলা বিনাপানি পঞ্চায়েতের প্রধান কমলা দেববর্মার বাড়ীতে রাত ১১টা নাগাদ শাসক দলের দুর্বৃত্তরা হামলা সংগঠিত করে৷ প্রধানকে হুমকি দেওয়া হয়৷ যদিও প্রধান পালাতে সক্ষম হয়৷ ঐ রাতেই এই পঞ্চায়েতের প্রধান বধূ দেববর্মার বাড়ীতে দুসৃকতিকারীরা হামলা সংগঠিত করে বাড়ীর গেইট ও রান্নার ঘরের বেড়াও ভেঙ্গে ফেলে৷ গোটা এলাকা জুড়ে ত্রাস ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়৷
সি পি আই (এম) পশ্চিম ত্রিপুরা জেলা ও জিরানীয়া মহকুমা কমিটি শাসক দলের দুর্বৃত্তদের সন্ত্রাস ও আক্রমণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে৷ পার্টি দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ প্রশাসনের নিকট দাবি জানাচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *