গোল্ড কোস্ট, ১১ এপ্রিল (হি.স.) : অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে আবারও মুখ উজ্জ্বল হল ভারতের।বুধবার গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসের ডবল ট্র্যাপ শ্যুটিং ইভেন্টে সোনা জিতলেন শ্রেয়সী সিং। প্রথম ভারতীয় মহিলা হিসেবে ডবল ট্র্যাপ শ্যুটিং ইভেন্টে সোনা জিতে নজির গড়লেন দিল্লির বাসিন্দা শ্রেয়সী।। বেলমন্ট শ্যুটিং সেন্টারে মহিলাদের ডবল ট্র্যাপ শুটিং ইভেণ্টে অস্ট্রেলিয়ার এমা কক্সকে ট্রাইব্রেকারে হারিয়ে সোনা জেতেন ২৬ বছর বয়সী শ্রেয়সী সিং। ২০১৪-র গ্লাসগো কমনওয়েলথ গেমসে ওই একই ইভেন্টে রুপো পেয়েছিলেন তিনি ।
এদিন ফাইনালে দুইজনেরই পয়েন্ট দাঁড়ায় ৯৬-তে। পরে শ্যুটঅফে বা টাইব্রেকারে ৯৬+২ পয়েন্ট নিয়ে সোনার পদক জেতেন শ্রেয়সী। অন্যদিকে ওই একই ইভেন্টে একটুর জন্য ব্রোঞ্জ হাতছাড়া করেন বর্ষা বর্মন। ৮৬ পয়েন্ট পেয়ে চতুর্থ হন বর্ষা। ব্রোঞ্জ জেতেন স্কটল্যান্ডের লিন্ডা পিয়ারসন।
প্রসঙ্গত, ২০১০ সালে দিল্লি কমনওয়েলথে প্রথম অংশগ্রহণ করেন শ্রেয়সী সিং। সেবার খালি হাতে তাকে ফিরতে হয়েছিল। নিষ্ঠা, অধ্যাবসায়, সাধনা মাধ্যমে নিজেকে উন্নীত করে ২০১৪ কমনওয়েলথে রুপো জেতেন। পরে ওই একই বছর এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক পান। সম্প্রতি কমনওয়েলথ শ্যুটিং চ্যাম্পিয়নশিপে রূপো জেতেন শ্রেয়সী।
অন্যদিকে শ্রেয়সীর এই সোনা জয়ের ফলে ভারত সোনার পদকের সংখ্যা চলতি কমনওয়েলথ গেমসে বেড়ে দাঁড়াল ১২।