নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১০ এপ্রিল৷৷ রাজ্যে ক্ষমতার পালা পরিবর্তনের পদ্দর গ্রাম পঞ্চায়েত গুলিতে জনপ্রতিনিধিদের পদত্যাগ অবহ্যাত রয়েছে৷ মঙ্গলবার বেলা ১২টায় বিশালগড় ব্লকের অর্ন্তগত প্রভুরাম পুর গ্রাম পঞ্চায়েতের ১৩ জন নির্বাচিত মেম্বারের মধ্যে ১০ জন বিশালগড় ব্লক আধিকারিকের নিকট পদত্যাগ করেন৷ প্রভুরাম পুর গ্রাম পঞ্চায়েতের সাধারন সম্পাদক সমরজীত ঘোষের নেতৃত্বে এই দিন ১০ জন সদস্য সদস্যা পদত্যাগ করেন৷ এর মধ্যে ২ জন তৃণমূল কংগ্রেসের এবং ৮ জন সিপিআইএম দলের প্রতীকে নির্বাচিত মেম্বার ছিল৷ তবে তারা আগামীদিন কোন দলের হয়ে পঞ্চায়েতের কাজ করবেন সেটা পরিস্কার ভাবে জানায় নি৷
2018-04-11