সাত হাত লম্বা অজগর

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১০ এপ্রিল৷৷ সাত হাত লম্বা অজগর সাপ কিনে বনদফতরের হাতে তোলে দিল এক উপজাতি ব্যক্তি৷ ঘটনাটি তেলিয়ামুড়ার দুস্কি এলাকায়৷ এলাকায় কয়েক জন যুবক মিলে দুস্কি এলাকাস্থিত বড়মুড়া পাহাড়ের জঙ্গল থেকে অজগর সাপটি ধরে৷ পরে সাপটিকে মেরে ফেলার পরিকল্পনা ১৫০ টার বিনিময়ে সাপটি কিনে বনয় অমিও জমাতিয়া৷ যুবকদের হাত থেকে অজগরটি উদদ্ধার মঙ্গলবার তেলিয়ামুড়া মহকুমা বনদফতরের বনকর্মীদের হাতে তোলে দেয়৷ এদিকে অমিও জমাতিয়ার এই ধরনের উদ্বোগ দেখে একাংশ মানুষের মধ্যে প্রশংসা পায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *