নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল৷৷ এখন থেকে কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্প বাস্তবায়নে ১০০ শতাংশ ব্যয়ভার বহন করবে কেন্দ্র৷ একই সঙ্গে এই অঞ্চলের উন্নয়নে বেশ কিছু নতুন প্রকল্পও তুলে ধরা হচ্ছে৷ নীতি ফোরাম নর্থ ইস্ট এর বৈঠকে এই ঘোষণা করা হয়েছে৷ মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকে আলোচনার সারবত্তা জানাতে গিয়ে উত্তর পূর্বাঞ্চল উন্নয়নমন্ত্রী (ডোনার মন্ত্রী) জিতেন্দ্র সিং সাংবাদিকদের বলেন, উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নকে সর্বাধিক প্রাধান্য দিচ্ছে কেন্দ্রীয় সরকার৷ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিষয়গুলি বারংবার উল্লেখ করেছেন৷ হাইওয়ে, রেলওয়ে আর এয়ারওয়েজের উন্নয়ন চাইছেন৷ প্রধানমন্ত্রী উত্তর – পূর্বাঞ্চলকে গোটা দেশের হিরা বলছেন৷ সরকার এই সমস্ত যোগাযোগ মাধ্যমকে বিকশিত করতে চাইছে৷ আর এটা সম্ভব হলে ব্যাপক উন্নয়ন সম্ভব৷ তিনি বলেন, এই অঞ্চলের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার সমস্ত কেন্দ্রীয় প্রকল্পগুলি ১০০ শতাংশ ব্যয়ভার বহন করবে৷ আগে অনেক ক্ষেত্রে ৯০১০, আবার কোথাও কোথাও ৫০৫০ হারে কেন্দ্র ও রাজ্যে অংশীদায়িত্ব ছিল৷ কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং আরও জানিয়েছেন, ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে যোগাযোগের যথেষ্ট সমস্যা এখনও রয়েছে৷ যদিও গত ৪ বছরে পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে৷ রাস্তাঘাটের যে দুর্দশা ছিল তার অনেকটাই সমাধান করা গেছে৷ এখনও কাজ চলছে৷ প্রধানমন্ত্রী উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে অষ্টলক্ষ্মী বলে আখ্যা দিয়েছেন৷ এখন দেশের অন্যান্য রাজ্যে এই অঞ্চলের রাজ্যগুলির বিশেষ সংসৃকতি তুলে দরা হবে৷ এছাড়া শিল্প, পর্যটন এবং পরিকাঠামোগত উন্নয়নের বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকের বৈঠকে৷ তিনি আরও বলেন, তিনি আয়োগ গঠনের পর উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির জন্য বিশেষ প্রাধান্য দিতে ফোরাম নর্থ ইস্ট গঠন করা হয়েছে৷ যাতে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির প্রতিনিধিরা একসঙ্গে বসে তাঁদের জন্য সহায়ক সিদ্ধান্ত নিতে পারেন৷ কেন্দ্রীয় সরকারের উড়ান ১ এবং ২ প্রকল্প বাস্তবায়ন হয়ে গেছে৷ এখন উড়ান ৩ বাস্তবায়ন করতে হবে৷ দেখা গেছে, আগরতলা থেকে কিংবা উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যগুলির রাজধানী থেকে দিল্লি কিংবা দেশের অন্যান্য বড় শহরে যাওয়া সহজ৷ কিন্তু এই অঞ্চলের রাজ্যগুলির মধ্যে যোগাযোগ ব্যবস্থা খুবই রুগ্ণ৷ তাই এই বিষয়টিতে এখন গুরুত্ব দেওয়া হবে৷
জিতেন্দ্র সিং বলেন, উত্তর পূর্বাঞ্চলের ১১৪ টি জেলাকে কেন্দ্রীয় সরকার সর্বাধিক প্রাধান্যের ক্ষেত্র হিসাবে চিহ্ণিত করেছে৷ এই সব জেলার দ্রুত উন্নয়ন্যের লক্ষ্যে কাজ করা হবে৷ এই অঞ্চলের উন্নয়নের জন্য উত্তরপূর্ব শিল্পোন্নয়ন নিগম এবং পর্যটন উন্নয়ন নিগম এখন যথেষ্ট গতিতে কাজ করবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রের বিকাশের জন্য পরিকল্পনা তৈরি হচ্ছে৷ একই সঙ্গে পূর্বের তুলনায় এখন ফান্ড ইউটিলাইজেশন বৃদ্ধি পেয়েছে৷ ১৪-১৫ অর্থ বছরে এই অর্থের পরিমাণ ছিল ২৫ হাজার কোটি টাকা৷ ১৬-১৭ অর্থ বছরে এই অর্থের পরিমাণ ২৯ হাজার ৬৩৪ কোটি টাকার অধিক৷ অর্থাৎ ফান্ড ইউটিলাইজেশনেও গতি এসেছে৷ উল্লেখ করা যেতে পারে, নীতি ফোরাম নর্থ ইস্টের এটি প্রথম বৈঠক৷ এই বৈঠকে এই অঞ্চলের উন্নয়নের জন্য যে গাইডলাইন তৈরি করা হয়েছে তার ভিত্তিতেই আগামী দিনে উন্নয়নের কর্মসূচি এগিয়ে যাবে বলে ডোনারমন্ত্রী জিতেন্দ্র সিং উল্লেখ করেন৷
2018-04-11