নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ৮ এপ্রিল৷৷ শনিবার রাত্র প্রায় ১টা নাগাদ কমলাসাগর বিধানসভা কেন্দ্রের ফুলতলি বাজারে সিপিআইএম পার্টি অফিসে ভাঙ্গচুর ও পরে আগুন ধরিয়ে দেয় একদল দুসৃকতিরা৷ জানা যায় শনিবার রাত্র প্রায় একটায় নাগাদ এই ঘটনাটি ঘটে৷ যদিও ফুলতলি বাজারে সবসময় বাজার পাহাড়া দেওয়া হয়৷ শনিবার রাতেও বাজারে তিন জন পাহাড়াদার বাজার পাহারা দিচ্ছিল৷ রাত্র একটা নাগাদ ইকো গাড়ি দিয়ে কয়েকজন লোক ফুলতলি বাজারে আসে৷ বাজারের পাহাড়াদার তিন জনকে এসে ধমকি দেয় ফালে পাহাড়া দাররা বাজার থেকে পালিয়ে যায়৷ তারা জানায় তাদের হাতে ছিল লাঠি সেই ভয়ে তারা পালিয়ে যায়৷ পরে বাজারের সিপিআইএম পার্টি অফিসে ভাঙ্গচুর করে এবং আগুন ধরিয়ে দেয়৷ রবিবার ঘটনাস্থলে ছুটে আসে কমলাসাগর সিপিআইএম দলের নেতৃত্ব এবং আমতলী থানার পুলিশ৷ সিপিআইএম দলের অভিযোগ শাসক দলের দিকে৷ যদিও বোঝাই করা গাড়ি দিয়ে আসা লোকজনকে চিনতে পারেনি নৈশ প্রহরিরা৷ ঘটনাস্থলে থানার পুলিশ তদন্ত শুরু করেছে৷ ফুলতলি বাজার এলাকাতে চাঞ্চল্য ছড়িয়ে পরে৷
2018-04-09