লখনউ, ৮ এপ্রিল (হি.স.): জোট ধর্ম পালন করছে না বিজেপি। এমনই অভিযোগ আনল উত্তরপ্রদেশের বিজেপির জোটসঙ্গী সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি। রবিবার সহেলদেব ভারতীয় সমাজ পার্টি সুপ্রিমো তথা রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী ওম প্রকাশ রাজভর রাজ্যের শাসকদল বিজেপির বিরুদ্ধে তোপ দেগে জানিয়েছেন, ‘১০ এপ্রিল যখন বিজেপির সভাপতি অমিত শাহ লখনউতে আসবেন তখন তার সঙ্গে একাধিক বিষয়ে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।’ বিজেপিকে সতর্ক করে দিয়ে তিনি জানিয়েছেন, ‘বিজেপি সভাপতির সঙ্গে বৈঠক ফলপ্রসূ না হলে জোট ছেড়ে বেড়িয়ে যাবেন তিনি।’
প্রসঙ্গত, সম্প্রতি রাজ্যসভার নির্বাচনের আগেও বিজেপির বিরুদ্ধে যাবতীয় ক্ষোভ উগড়ে দিয়েছিলেন ওম প্রকাশ রাজভর । তখনও জাতীয় সভাপতি অমিত শাহ পরিস্থিতি সমাল দিয়ে ছিলেন। ফের একবার বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি। উত্তরপ্রদেশে যদি বিজেপির থেকে সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি সমর্থন তুলেও নেয় তাতে বিজেপির সরকার পড়ে যাবে না। কিন্তু তেলেগু দেশমের পরে যদি জোট ছেড়ে সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি বেড়িয়ে যায়। তাতে করে বিজেপির ভাবমূর্তি ভূলুন্ঠিত হবে।