মুম্বই, ৬ এপ্রিল (হি.স.) : রাতের অন্ধকারে বানিজ্য নগরীর লোকাল ট্রেনে এক মহিলাকে শ্লীলতাহানি ও শ্বাসরোধ করে মারার চেষ্টার ঘটনা ঘটে। ট্রেনের প্রতিবন্ধী কামরায় এই ঘটনায় কেউই মহিলাকে সাহায্য করতে পারেননি। এমনকি এক নিরাপত্তারক্ষী পুরো ঘটনাটি প্রত্যক্ষ করলেও সামান্য সাহায্য করতেও এগিয়ে আসেননি। যদিও দাদর স্টেশনে অভিযুক্তকে রেল পুলিশ গ্রেফতার করে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে মুম্বইয়ের লোকাল ট্রেনে।রেলপুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ওই মেয়েটি দাদর-কুর্লা লোকাল ট্রেনের প্রতিবন্ধী কামরায় উঠেছিল। সেখানে সেই সময় অন্যান্য প্রতিবন্ধী যাত্রীরাও উপস্থিত ছিলেন। কিন্তু নিজেদের শারীরিক অক্ষমতার কারণে মেয়েটিকে কেউই সাহায্য করতে পারেননি। রাত এগারোটা নাগাদ এক হামলাকারী ব্যক্তি ওই মেয়েটির সঙ্গে জোর জবরদস্তি করছে। শুধু তাই নয়, মেয়েটিকে বেধড়ক মারধরও করা হয়েছে বলেও অভিযোগ। এই ঘটনার এক প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী, নিরাপত্তারক্ষীকে ইমারজেন্সি অ্যালার্ম বাজাতে বললেও, সে চুপ করে দাঁড়িয়েই থাকে। কার্যত নীরব দর্শক হিসেবে দাঁড়িয়ে রইল পুলিশ। এই খবর জানার পর অভিযুক্তকে দাদার স্টেশনে গ্রেফতার করে রেল পুলিশ। পুলিশ পরে জানতে পারে, অভিযুক্ত ব্যক্তির নাম রফিক শেখ। সে ওই মহিলার থেকে মোটা টাকা পেত। এই বিষয়কে কেন্দ্র করে দুপক্ষের বচসা শুরু হয়। এরপর অভিযুক্ত ব্যক্তি মহিলার শ্লীলতাহানি ও শ্বাসরোধ করে মারার চেষ্টাও করে বলে অভিযোগ। রেলপুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
2018-04-07