
ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, ঘড়ির কাঁটায় সকাল তখন আটটা হবে, সুন্দেরবানি এলাকায় অবস্থিত সেনাবাহিনীর ক্যাম্পের ভিতরে সেন্ট্রি পোস্টে আগুন লেগে যায়| প্রথমে আগুন নেভানোর চেষ্টা চালান সেনাবাহিনীর জওয়ানরা| পরে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন আয়ত্তে আনে| অগ্নিকাণ্ডের ঘটনায় দু’টি ইনসাস রাইফেল পুড়ে গিয়েছে| তবে, প্রাণহানির কোনও খবর নেই| প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্টসার্কিটের কারণেই আগুনের সূত্রপাত|