
অপহরণের খবর পাওয়ায়া মাত্র ঘটনাস্থলে আসে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। অপহৃত মঞ্জুর ভাটের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালেও গোটা এলাকায় এই ঘটনায় থমথমে পরিবেশের সৃষ্টি হয়েছে। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈবা এই হামলা চালিয়েছে।
প্রসঙ্গত, কয়েকদিন আগে হাজিনের এক স্থানীয় বাসিন্দা ফারুক পাররের বাড়িতে হামলা চালায় লস্কর-ই-তৈবার জঙ্গিরা। ফারুকের জামাইকে অপহরণ করে নিয়ে চম্পট দেয় জঙ্গিরা। অনেকটা একই কায়দায় বুধবার রাতে এই হামলা চালিয়েছিল জঙ্গিরা। সূত্রের দাবি জঙ্গি দমনে সেনাবাহিনী এবং পুলিশের খোঁচর হিসেবে কাজ করার জন্যই এই হামলা নিরীহদের উপর চালানো হয়েছে।