ফের হাজিনে এক স্থানীয় বাসিন্দার বাড়িতে জঙ্গি হামলা, অপহৃত ১

শ্রীনগর, ৫ এপ্রিল (হি.স.): ফের এক সাধারণ নাগরিককে অপহরণ করার ঘটনায় চাঞ্চল্য ছড়াল জম্মু ও কাশ্মীরের বান্দিপোড়া জেলার হাজিনে। বুধবার গভীর রাত ১১টা ৪৫মিনিট নাগাদ একদল জঙ্গি আব্দুল গফফর ভাট নামে এক স্থানীয় বাসিন্দার বাড়িতে চড়াও হয়। বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এলোপাথারি গুলি থাকে জঙ্গিরা। আসবাবপত্র ভাঙচুর করে আব্দুল গফফর ভাট এবং তার ছেলে মঞ্জুর ভাটকে অপহরণ করে নিয়ে পালিয়ে যায় জঙ্গিরা। পরে জঙ্গিদের হাত থেকে পালাতে সক্ষম হন আব্দুল গফফর ভাট। তার দিকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
অপহরণের খবর পাওয়ায়া মাত্র ঘটনাস্থলে আসে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। অপহৃত মঞ্জুর ভাটের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালেও গোটা এলাকায় এই ঘটনায় থমথমে পরিবেশের সৃষ্টি হয়েছে। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈবা এই হামলা চালিয়েছে।
প্রসঙ্গত, কয়েকদিন আগে হাজিনের এক স্থানীয় বাসিন্দা ফারুক পাররের বাড়িতে হামলা চালায় লস্কর-ই-তৈবার জঙ্গিরা। ফারুকের জামাইকে অপহরণ করে নিয়ে চম্পট দেয় জঙ্গিরা। অনেকটা একই কায়দায় বুধবার রাতে এই হামলা চালিয়েছিল জঙ্গিরা। সূত্রের দাবি জঙ্গি দমনে সেনাবাহিনী এবং পুলিশের খোঁচর হিসেবে কাজ করার জন্যই এই হামলা নিরীহদের উপর চালানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *