নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ এপ্রিল৷৷ ত্রিপুরায় দলের সাংগঠনিক পরিকাঠামোর পর্যালোচনা করতে রাজ্যে এলেন বিজেপির উত্তর পূর্বাঞ্চলের সাংগঠনিক সম্পাদক অজয় জামুয়াল৷ তিনি বিভিন্ন বিধানসভা কেন্দ্রে গিয়ে কর্মীদের সঙ্গে সরাসরি কথা বলছেন৷
দলীয় সূত্রে জানা গেছে, অজয় জামুয়াল বুধবার খয়েরপুর এবং মজলিশপুর বিধানসভা কেন্দ্রে গিয়ে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন৷ এর আগে পর্যায়ক্রমে বৈঠক করেন এই বিধানসভা কেন্দ্রগুলির নির্বাচিত বিধায়কদের সঙ্গে৷ দীর্ঘ কয়েক দশক বাদে এই বিধানসবা কেন্দ্র দুটি বামেদের হাতছাড়া হয়েছে৷
অজয় জামুয়ালের সফর সম্পর্কে খয়েরপুরের বিজেপি বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী রতন চক্রবর্তী বলেন, নির্বাচনে জয়ী হওয়াই শেষ কথা নয়৷ বিজেপির সাংগঠনিক ভিত এখনও শক্তিশালী হয়নি৷ তবে মানুষ বুঝতে পেরেছেন বিজেপির নীতি আদর্শ রয়েছে৷ তাই জনগণ খোলা হাতে বিজেপি প্রার্থীদের ভোট দিয়েছেন শুধু বামেদের তাড়ানোর লক্ষ্যে৷ কিন্তু সংগঠনকে আরও মজবুত করতে হবে৷ অন্যথা রাজ্য সরকারের কাজের সুফল তৃণমূল স্তরে নিয়ে যাওয়া কঠিন হয়ে যাবে৷ সর্বোপরি পার্টির নিয়মশৃঙ্খলা মান্য করে চলা এবং দলের আদর্শ সম্পর্কে সম্যক জ্ঞান থাকা আবশ্যক৷ যাতে করে কর্মীদের আদর্শে উদ্বুদ্ধ করে সমাজ ও দেশের কাজে লাগানো যায়৷ এই লক্ষ্যেই অজয় জামুয়াল রাজ্যে এসেছেন৷