হদ্রায় গৃহবধূ নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার দুই

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২ এপ্রিল৷৷ কাকড়াবন থানার অধীন হদ্রায়ের হঠাৎ চোমুহনীতে গৃহবধূ নির্যাতনের ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার

গৃহবধূ নির্যাতনের ঘটনায় অভিযুক্ত সুকান্ত শীল ও বিপ্লব কর৷ ছবি নিজস্ব৷

করেছে৷ তারা হল সুকান্ত শীল ও বিপ্লব কর৷ সোমবার পুলিশ তাদের গ্রেপ্তার করেছে৷ মঙ্গলবার কোর্টে সোপর্দ করা হবে দুজনকেই৷ এদিকে, নির্যাতিতা গৃহবধূর সাথে কথা বলেন বিজেপির রাজ্য কমিটির সাধারণ সম্পাদিকা প্রতীমা ভৌমিক৷

সংবাদে প্রকাশে শনিবার বাড়িতে ঢুকে অভিযুক্ত সুকান্ত শীল ও বিপ্লব কর ঐ গৃহবধূকে বিবস্ত্র করে পাশবিক নির্যাতন করে৷ তারপর থেকেই অভিযুক্তরা পালিয়ে গা ঢাকা দিয়েছিল৷ কিন্তু,পুলিশ বিভিন্ন স্থানে তল্লাসী চালিয়ে শেষ পর্যন্ত সোমবার ঐ দুই যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে৷ তাদের কাকড়াবন থানায় রাখা হয়েছে৷ জিজ্ঞাসাবাদ করার জন্য উদয়পুর মহকুমা পুলিশ আধিকারীক রাজেন্দ্র দত্ত ছুটে গিয়েছেন৷ রাতে তাদের জেরা করা হয়েছে৷ পুলিশ দ্রুততার সাথে ব্যবস্থা নেওয়ায় স্থানীয় বাসীন্দাদের মধ্যে স্বস্তি এসেছে৷ এদিকে, বিজেপি রাজ্য কমিটির সাধারণ সম্পাদিকা প্রতীমা ভৌমিকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সোমবার হদ্রায় নির্যাতিতা গৃহবধূর বাড়িতে যান এবং নির্যাতিতা ও তার পরিবারের লোকদের সাথে কথা বলেন৷ গোটা ঘটান সবিস্তারে জানিয়েছেন গৃহবধূ৷ পরে প্রতীমা ভৌমিক জানিয়েছেন, বাম জমানায় পুলিশ নেতা মন্ত্রীদের ফোনের আশায় বসে থাকতেন৷ বর্তমানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব পুলিশকে স্বাধীন ভাবে কাজ করতে বলেছেন৷ প্রতীমা ভৌমিক আরও বলেন, আইনের চোখে সবাই সমান৷ আইন আইনের পথে চলবে৷ দল, মত ও জাতি ধর্ম দেখলে চলবে না৷ তিনি গৃহবধূ নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন৷ পাশাপাশি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করায় পুলিশকে ধন্যবাদ জানান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *