নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ এপ্রিল ৷৷ সাংবাদিকদের জন্য ঐতিহাসিক ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ এখন থেকে সাংবাদিকদের রাজ্য সরকারের তরফে পেনশন দেওয়া হবে ১০ হাজার টাকা৷ সোমবার প্রেস ক্লাবে সংবর্ধনা সভায় এই ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী৷ বর্তমানে সাংবাদিকদের পেনশন চালু রয়েছে ১ হাজার টাকা৷
অনুষ্ঠানে আগরতলা প্রেস ক্লাবের আহ্বায়ক প্রণব সরকার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ অন্যান্য অতিথিদের হাতে পুষ্পস্তবক, স্মারক এবং মানপত্র তুলে দেন৷ আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে এদিন একটি দাবি সনদও মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়৷ এই দাবি সনদের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী অবসরপ্রাপ্ত সাংবাদিকদের পেনশন ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা ঘোষণা দেন৷ এই অনুষ্ঠানে অসুস্থ সাংবাদিক বিশ্বজিৎ শর্মার হাতে ওয়ার্কিং জার্নালিস্ট ওয়েলফেয়ার প্রকল্পে আর্থিক সহায়তা হিসেবে ২ লক্ষ টাকার একটি চেক তুলে দেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷
এদিন সংবর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারের লক্ষ্য শক্তিশালী ত্রিপুরা তৈরী করা-বৈভবশালী ত্রিপুরা গড়া৷ আমাদের স্বপ্ণ ও লক্ষ্য ত্রিপুরাকে মডেল রাজ্য হিসেবে গড়ে তোলা৷ এটা সম্ভব হবে যখন গণতন্ত্রের চারটি স্তম্ভ সমভাবে শক্তিশালী হয়ে কাজ করবে৷ তাহলেই এই দিশা সম্পূর্ণ হতে পারবে৷ সেই লক্ষ্যেই সরকার কাজ করে যাবে৷
তাঁর কথায়, আমাদের রাজ্যের সাংবাদিকতায় একটা সুনাম রয়েছে৷ তাই ত্রিপুরা ছোট্ট রাজ্য হলেও এখানকার অনেক সাংবাদিক বিভিন্ন জাতীয় সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত আছেন৷ তিনি বলেন, সাংবাদিকদের সঙ্গে রাজনৈতিক মতভেদ রেখে কাজ করতে আমাদের সরকার বিশ্বাসী নয়৷ ৩৭ লক্ষ ত্রিপুরাবাসীর ইচ্ছা শক্তির আশায় আলোই হচ্ছে এই সরকার৷ এই কথা মন্ত্রিদেরও ভুলে গেলে চলবে না বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী৷
অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, সাংবাদিকগণ তাদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তাদের সামাজিক যে দায়বদ্ধতা আছে তা পালনেও এগিয়ে আসবেন৷ তিনি বলেন, রাজ্য সরকারের কাজ করার মানসিকতা রয়েছে৷ ত্রিপুরাকে মডেল রাজ্য হিসেবে তৈরি করার লক্ষ্যে যে দিশাতে সরকার কাজ করছে, তাতে মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যম এবং সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন৷
সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আগরতলা প্রেস ক্লাবের আহ্বায়ক প্রণব সরকার৷ তাঁর কথায়, সাংবাদিক ও সংবাদপত্র রাজনীতিমুক্ত থাকুক৷ পূর্বতন সরকারের আমলে তা সম্ভব হয়নি৷ এদিন তিনি জানান, নির্বাচনের আগে এবং পরে বাংলাদেশ থেকে এসে প্রেস ক্লাবে বেশ কয়েকজন থাকতেন৷ কি উদ্দেশ্যে তারা প্রেস ক্লাবে থেকেছেন তা খোঁজ নিয়ে দেখার জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন প্রণব সরকার৷ তাঁর আবেদন, কোন সাংবাদিক যাতে আক্রান্ত না হন, তা রাজ্য সরকারকে সুনিশ্চিত করতে হবে৷ তাছাড়া বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক সুবল কুমার দে, বিশিষ্ট সাংবাদিক প্রদীপ দত্ত ভৌমিক এবং তথ্য ও সংসৃকতি দপ্তরের সচিব এম এল দে৷ অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের সাংবাদিকগণও উপস্থিত ছিলেন৷