
তবে আইপিএল-এ পারফর্ম না করলেও, ‘গালি বয়’-র শ্যুটিং চালিয়ে যাবেন রণবীর। কারণ ছবির কোনও অ্যাকশন দৃশ্যের শ্যুট আপাতত বাকি নেই। ‘গালি বয়’ ছাড়াও এইমুহূর্তে রণবীরের হাতে রয়েছে ‘সিম্বা’ এবং ‘৮৩’-র মত বিগ বাজেট দুটি ছবি। ‘৮৩’-তে কপিল দেবের চরিত্রে অভিনয় করছেন রণবীর।