বিশালগড় বাজারে পিস্তল উঁচিয়ে ব্যবসায়ীর কাছ থেকে তোল্লা আদায়ের চেষ্টা, চলল গুলি, ধৃত দুই

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১ এপ্রিল৷৷ সন্ধ্যারাতে দোকানে ঢুকে পিস্তল উঁচিয়ে ব্যবসায়ীর কাছ থেকে তোল্লা আদায়ের চেষ্টা করে দুসৃকতির দল৷ ব্যবসায়ীর সাথে দুসৃকতিদের ধস্তাধস্তিও হয়৷ হৈচৈ শুরু হলে অন্যান্য ব্যবসায়ীরা এগিয়ে আসতেই গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে দুসৃকতিরা৷ পাঁচজনের মধ্যে দুইজনকে জনতা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে৷ ঘটনাটি ঘটেছে রবিবার বিশালগড়ের নীচের বাজারে৷ পুলিশ ধৃতদের জোর জিজ্ঞাসাবাদ করছে বলে খবর৷

সংবাদে প্রকাশ, এদিন সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ বিশালগড় নীচের বাজারের ব্যবসায়ী নিবাস সাহার মুদীর দোকানে হানা দেয় পাঁচ দুসৃকতি৷  ব্যবসায়ীর কাছে নগদ টাকা তোল্লা দাবী করে দুসৃকতিরা৷ দোকান মালিক এই ঘটনায় রীতিমতো হতভম্ব হয়ে পড়েন৷ দোকানে তখন উপস্থিত ছিলেন ব্যবসায়ীর ছেলেও৷ দুজনের সাথে কিছুক্ষণ কথাকাটাকাটি হয় দুসৃকতিদের৷ একসময় উত্তেজিত হয়ে দুসৃকতিরা ব্যবসায়ী ও তার ছেলের সাথে ধস্তাধস্তিতে লিপ্ত হয়৷ হৈচৈ শুরু হয়ে যায়৷ মুহুর্তের মধ্যেই এক দুসৃকতি কোমড়ে গুঁজে রাখা পিস্তাল বের করে প্রাণনাশের হুমকি দিয়ে টাকা দাবী করে৷ তাতে আরও উত্তেজনা ছড়ায় দোকানের ভেতর৷ চিৎকার চেচামেচি শুনে আশাপাশের লোকজন ছুটে আসতে শুরু করেন৷ পরিস্থিতি বেগতিক দেখে দুসৃকতিরা দুই রাউন্ড গুলি চালায় পিস্তল থেকে৷ গুলির শব্দে গোটা বাজারে আতঙ্কের সৃষ্টি হয়৷ দৌঁড়ঝাপ শুরু করে দেন লোকজন৷ পালিয়ে যাওয়ার চেষ্টা করে দুসৃকতিরা৷ পাঁচ দুসৃকতির মধ্যে দুইজনকে জনগণ আটক করেন৷ খবর দেওয়া হয় বিশালগড় থানায়৷ পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং ধৃত দুই যুবককে থানায় নিয়ে যায়৷ পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে৷ প্রাথমিক ভাবে জানা গিয়েছে ধৃতরা হল দীপক কুমার ও সুনীল রায়৷ জানা গিয়েছে ধৃত দীপক কুমারের বাড়ি বিহারে৷ পুলিশ তদন্ত শুরু করেছে৷ দুসৃকতিরা প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে ব্যবসায়ীর কাছে তোল্লা আদায় করতে গেল কেন, ঐ ব্যবসায়ীর সাথে দুসৃকতিদের পূর্ব কোন লেনদেন কিংবা শত্রুতা রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ৷ সাথে ধৃত দুজন ছাড়া বাকি যে তিনজন ছিল তাদের সম্পর্কেও তথ্য অনুসন্ধান করতে শুরু করেছে পুলিশ৷ তবে, বিশালগড় বাজারে ব্যবসায়ীর কাছ থেকে পিস্তল উঁচিয়ে তোল্লা আদায় করার ঘটনাকে কেন্দ্র করে বাজারের অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ পাশাপাশি গোটা বিশালগড়ে এই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য বিরাজ করছে৷ অবিলম্বে এই দুসৃকতিকারীদের প্রত্যেককে যাতে ধরা হয় সেজন্য দাবী উঠেছে বিশালগড় বাজারের ব্যবসায়ীদের মধ্য থেকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *