
বার কাউন্সিলের সভাপতি মনন মিশ্র বলেন, তাঁরা কোনও সাংসদকে আদালতে প্র্যাকটিস করা আটকাতে পারেন না। কিন্তু কোনও আইনজীবী সাংসদ, বিধায়করা যদি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের কোনও বিচারপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট মোশন আনেন বা তাঁর অপসারণ চেয়ে প্রক্রিয়া শুরু করেন, তবে সেই বিচারপতির এজলাসে আর তাঁরা প্র্যাকটিস করতে পারেন না।কাউন্সিলের সংখ্যাগরিষ্ঠ সদস্য এই মত সমর্থন করেছেন।
তবে সিবাল, সিংভি ও তাঙ্খা বার কাউন্সিলের এই সিদ্ধান্তের প্রতিবাদ করে বিসিআইকে চিঠি লিখে তাঁরা বলেন, কোনও এজলাসে উপস্থিত হওয়া থেকে তাঁদের আটকানোর অধিকার বার কাউন্সিলের নেই।
উল্লেখ্য, প্রধান বিচারপতি দীপক মিশ্রের অপসারণ চেয়ে মোশন আনতে চলেছে কংগ্রেস, এনসিপি ও সপা সহ বিরোধী দলগুলি। এ বছরের শুরুতে সুপ্রিম কোর্টের চার বিচারপতি প্রধান বিচারপতির বিরুদ্ধে কয়েকটি ইস্যুতে প্রকাশ্যে আপত্তি তুলে সাংবাদিক বৈঠক করেন। তার জেরেই এই মোশন আনা হচ্ছে বলে খবর।