নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ৷৷ স্বাস্থ্য দপ্তরে অচিকিৎসক পদে সমস্ত নিয়োগে বোর্ড গঠন করতে চলেছে রাজ্য সরকার৷ এর জন্য নতুন নিয়োগ নীতি প্রণয়ন করা হবে৷ এরই সাথে আগরতলা সরকারী মেডিক্যাল কলেজ এবং ত্রিপুরা মেডিক্যাল কলেজের ফ্যাকাল্টি অদল বদলেরও প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য দপ্তর৷ শনিবার মহাকরণে সাংবাদিকদের এই সংবাদ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ৷
শ্রীবর্মণের কথায়, ত্রিপুরা হেলথ স্টাফ রিক্রুটমেন্ট বোর্ড গঠন করার প্রস্তুতি নিয়েছে রাজ্য সরকার৷ স্বাস্থ্য দপ্তরে অচিকিৎসক পদে সমস্ত নিয়োগ হবে এই বোর্ডের মাধ্যমে৷ তাঁর মতে, চাকুরী পেতে হলে পরীক্ষায় বসতে হবে৷ কারণ, নিয়োগের ক্ষেত্রে কোন সুপারিশ মানা হবে না৷ যোগ্যতার ভিত্তিতেই নিয়োগের ব্যবস্থা করতে চাইছে রাজ্য সরকার৷
তাঁর বক্তব্য, ল্যাব টেকনিশিয়ান, ওটি এসিসটেন্ট, রেডিওগ্রাফার সহ বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে বোর্ডই সমস্ত উদ্যোগ নেবে৷
এক্ষেত্রে নিয়োগ নীতিতেও পরিবর্তন আনা হবে৷ স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য, এই বোর্ড গঠনের ক্ষেত্রে নতুন নিয়োগ নীতি প্রণয়ন করা হবে৷ তাঁর কথায়, খুব শীঘ্রই স্বাস্থ্য দপ্তর এবিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেবে৷ দপ্তরের আধিকারীকদের এবিষয়ে প্রস্তুতি নিতে স্বাস্থ্য মন্ত্রী নির্দেশ নিয়েছেন৷
এদিকে, আগরতলা সরকারী মেডিক্যাল কলেজে ফি কাঠামো বদল করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী৷ তাঁর বক্তব্য, স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের নতুন ফি কাঠামো তৈরি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে৷ এদিকে, স্বাস্থ্য দপ্তরে কর্মচারীদের রদবদলের প্রস্তুতিও চলছে৷ খুব শীঘ্রই রদবদলের প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে৷
এদিন তিনি আরও জানিয়েছেন, আগরতলা সরকারী মেডিক্যাল কলেজ এবং ত্রিপুরা মেডিক্যাল কলেজের ফ্যাকাল্টি অদলবদলের প্রক্রিয়া শুরু করা হবে শীঘ্রই৷ এবিষয়ে আলোচনা শুরু হয়েছে৷ এই প্রক্রিয়াকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সবরকম প্রচেষ্টা জারি রয়েছে৷