BRAKING NEWS

বল বিকৃতি কাণ্ডে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন স্মিভ স্মিথ

কেপটাউন, ২৫ মার্চ (হি.স.) : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বল বিকৃতি কাণ্ডের পর অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন স্মিভ স্মিথ৷ এমনকি সহ অধিনায়কত্ব থেকেও সরে দাঁড়িয়েছেন স্মিথের ডেপুটি ওয়ার্নার৷ শনিবার সাংবাদিক সম্মেলনে অধিনায়কত্ব না-ছাড়ার কথা জানিয়েছিলেন স্মিথ৷ রবিবার অবশ্য সেই দায়িত্ব থেকে সরলেন স্মিথ৷ সিরিজে বাকি টেস্টে স্মিথের পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন উইকেটকিপার ব্যাটসম্যান টিম পেইন৷ তবে পরের টেস্টে স্মিথ খেলবেন কিনা সেই নিয়ে অবশ্য এখনও চূড়ান্ত কিছু জানা যায়নি৷ মাঠে বল বিকৃতি কাণ্ড নিয়ে তদন্ত শুরু করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া৷

শুধু তাই নয়, আইপিএলে রাজস্থান রয়্যালসের নেতৃত্ব খোয়াতে পারেন স্মিভ৷ এনিয়ে ইতিমধ্যেই নাকি স্মিথকে আইপিএলে নেতৃত্ব থেকে ছেঁটে ফেলা পাকা করে ফেলেছে রাজস্থান ফ্যাঞ্চাইজি৷

জানা গিয়েছে, দ্বিতীয় ইনিংসে প্রোটিয়াদের ব্যাটিংয়ের সময় ৪৩ নম্বর ওভারে অজি ওপেনার ক্যামরন ব্যানক্রফটের বিরুদ্ধে বলে কিছু দিয়ে আঁচড় কাটার অভিযোগ ওঠে৷ দুই আম্পায়ার নাইজেল লং ও রিচার্ড ইলিংওয়ার্থ বিষয়টি নিয়ে ক্যামেরনের সঙ্গে কথা বললেন৷ ব্যানক্রফট আম্পায়ারদের ব্যাখ্যা দেন, তাঁর কাছে কেবলমাত্র সানগ্লাস পরিষ্কার করার কাপড় রয়েছে৷ এরপর আর কিছু না বলে ব্যানক্রফটকে ছেড়ে দেন আম্পায়াররা৷ পরে টিভি ক্যামেরাতে দেখা যায়, হলুদ রংয়ের একটি জিনিস নিজের ট্রাউজারে লুকিয়ে রাখছেন অজি ওপেনার৷ ভিডিও ক্লিপটি মাঠের টিভি স্ক্রিনে আসতেই হইচই পড়ে যায়৷ তৃতীয় দিনের খেলার শেষে ব্যানক্রফটকে সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলন করে অজি অধিনায়ক স্মিথ জানান, ‘ আমি লজ্জিত, দলের ছেলেরাও লজ্জিত৷ আমার মনে হয় ব্যানক্রফট লজ্জিত৷ এরকম কোনও জিনিস আমরা ক্রিকেটে দেখতে চাইনা৷ অস্ট্রেলিয়া দল এসবের জন্য পরিচিতও নয়৷ আজকে যা ঘটেছে তাঁর জন্য আমি খুবই দুঃখিত৷’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *