BRAKING NEWS

ডায়ারিয়ায় আক্রান্ত ১০৩, এলাকা পরিদর্শন করল বিশেষজ্ঞ টিম

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১৩ মার্চ৷৷ স্বাভাবিক হয়ে উঠছে ডায়রিয়ার প্রাদুর্ভাব৷ স্বাস্থ্য দপ্তরের বিশেষজ্ঞ দল কদমতলায় ডায়ারিয়া কবলিত এলাকা পরিদর্শন করে এবং পরিস্থিতির বিস্তারিত খোঁজ খবর নিয়েছেন৷ মোট ১০৩ জন ডায়ারিয়ায় আক্রান্ত হয়েছিলেন৷ তাঁদের মধ্যে সকলেই চা-বাগানের শ্রমিক৷ সরকারী মতে দুই জনের মৃত্যু হয়েছে৷ কিন্তু, স্থানীয়দের বক্তব্য ডায়ারিয়ায় আক্রান্ত হয়ে আট জনের মৃত্যু হয়েছে৷

কদমতলা কূর্তি বিধানসভা কেন্দ্রের পিয়ারিছড়া এলাকায় ডাইরিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ৮ জন মানুষের৷ এবিষয়ে খবর প্রকাশের পর নড়েচড়ে বসে রাজ্য সরকার৷ রাজ্যের স্বাস্থ্য দপ্তরের প্রিভেন্টিভ মেডিসিনের ডিরেক্টর ডাঃ এন ডার্লং মঙ্গলবার পিয়ারিছড়া, সোনাই চড়ি ও রানিবাড়ি এলাকা পরিদর্শন করেন৷ কথা বলেন ডাইরিয়া রোগে আক্রান্ত হয়ে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের সঙ্গে৷ কথা বলেন, যে সকল মানুষ ডাইরিয়া রোগে আক্রান্ত তাদের সাথেও৷ তাঁর সাথে ছিলেন উত্তর জেলার সিএমও শঙ্কর দাস সহ এক ঝাঁক চিকিৎসক ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিক৷ ছুটে যান তিনটি অঞ্চলের মেডিক্যাল হেল্প ক্যাম্পে চিকিৎসকরাও৷ তাঁদের সাথে পরিস্থিতি নিয়ে আলোচনা করেন ডাঃ ডার্লং৷

এদিন ডাঃ ডার্লং বলেন, যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে অধিকাংশই ডাইরিয়া রোগে আক্রান্ত হয়েই মারা গিয়েছেন৷ বর্তমানে পিয়ারিছড়া, সোনাইচড়ি ও রানিবাড়িতে স্বাস্থ্য শিবির চলছে৷ পর্যাপ্ত পরিমানে ঔষুধপত্র দেওয়া হচ্ছে৷ তিনি আরও বলেন, এখন ডাইরিয়ার প্রাদুর্ভাব কমেছে৷ তবে যতদিন চিকিৎসকরা স্বাস্থ্য শিবির করবেন, ততদিন একান থেকেই ঔষুধপত্র দেবেন৷

অপরদিকে স্থানীয় জনগনেরও বক্তব্য, গতকাল থেকে ডাইরিয়ার প্রাদুর্ভাব কমেছে৷ এখন পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে৷ এখন শুধু পাতলা পায়খানার সমস্যাটা রয়েছে৷ তবে বমি ভাব হওয়া বা বমি হচ্ছে না৷ পাশাপাশি স্থানীয়দের আরও অভিযোগ একমাস যাবৎ ডাইরিয়া রোগে আক্রান্ত হয়ে মানুষের মৃত্যু হলেও প্রশাসনের তরফে কোন ধরনের সহযোগিতার হাত বাড়ানো হয়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *