কংগ্রেসের দুর্বৃত্তরাই বিজেপিতে ভিড়েছেন, সতর্ক থাকুন ঃ মানিক সরকার

নিজস্ব প্রতিনিধি, লংতরাইভ্যালী, ৪ ফেব্রুয়ারি৷৷ কংগ্রেসের দুর্বৃত্তরাই এখন বিজেপিতে ভিড়েছেন৷ ১৯৮৮ সালে যাঁদের

মনু টাউন হল সংলগ্ণ বাজারে বামফ্রন্টের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন সিপিএম পলিটব্যুরোর সদস্য তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ ছবি নিজস্ব৷

ভয়াবহতা মানুষ আজও ভুলেনি, তাঁরাই এখন ক্ষমতা দখলে প্রতিদিন বামফ্রন্টের মুন্ডুপাত করছেন৷ রবিবার মনু বাজারে নির্বাচনী জনসভায় কংগ্রেসের দলত্যাগী বিজেপি নেতাদের এইভাবেই বিঁধেছেন সিপিএম পলিটব্যুরো সদস্য তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ সাথে তিনি যোগ করেন, আইপিএফটিকে সাথে নিয়ে বিজেপি রাজ্যভাগের চক্রান্তে লিপ্ত হয়েছে৷ তাঁর কথায়, ত্রিপুরাকে ইতিহাস থেকে মুছে দিতে চাইছে বিজেপি৷ তাতে, আইপিএফটি মদত দিচ্ছে বলে তোপ দাগেন মানিক সরকার৷

এদিন ধলাই জেলায় একাধিক নির্বাচনী জনসভায় অংশ নেন মানিক সরকার৷ তাঁর বক্তব্য, কংগ্রেসের দুর্বৃত্তরাই এখন বিজেপিতে আশ্রয় নিয়েছেন৷ শত শত মায়ের বুক যাঁরা খালি করে দিয়েছিলেন, বোনদের সিঁদুর নিয়ে যারা খেলা করেছিলেন, তারাই এখন বিজেপিতে ভিড়েছেন৷ ১৯৮৮ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত রাজ্যের ভয়াবহ পরিস্থিতি মানুষ আজও ভুলতে পারেননি৷ তখন যারা চোখ রাঙিয়ে ছিলেন আজ তারাই বিজেপিতে যোগ দিয়ে ক্ষমতা দখলে প্রতিদিন  বামফ্রন্টের মুন্ডুপাত করে চলেছেন৷ মানিক সরকারের কথায়, সেই অভিজ্ঞতা মানুষকে সতর্ক থাকতে সহায়ক ভূমিকা নেবে৷ তিনি মনে করেন, সেই অভিজ্ঞতা থেকে মানুষের সঠিক সিদ্ধান্ত ভোট বাক্সে প্রতিফলিত হবে৷

এদিন তিনি বিজেপির পাশাপাশি আইপিএফটির বিরুদ্ধেও তোপ দাগেন৷ তিনি বলেন, রাজ্য ভাগের চক্রান্ত শুরু হয়েছে৷ তাতে, আরএসএস এর মদত পুষ্ট বিজেপি আইপিএফটিকে সাথে নিয়ে এই ঘৃণ্য খেলায় মেতে উঠেছে৷ মানিক সরকার বলেন, ১১ দিন জাতীয় সড়ক ও রেল অবরুদ্ধ ছিল৷ আইপিএফটি অবরোধ করেছিল৷ তাতে, বিজেপি মদত দিয়েছে৷ তাঁর কথায়, আইপিএফটি নেতাদের দিল্লি ডেকে নিয়ে মোটা অঙ্কের টাকা দিয়েছে বিজেপি৷ মানিক সরকারের মতে, ত্রিপুরাকে ইতিহাস থেকে মুছে ফেলতে চাইছে বিজেপি৷ আর তাতে আইপিএফটি সর্বোতভাবে মদত দিয়ে চলেছে৷ তাঁর কথায়, রাজ্য ভাগের পরিনাম জাতি উপজাতি উভয় অংশের মানুষকেই সমানভাবে ভোগ করতে হবে৷ তাতে, এই রাজ্যের জাতি উপজাতির মধ্যে যে ঐক্য রয়েছে তা ভেঙে যাবে৷ মানিক সরকারের বক্তব্য, মানুষের মধ্যে বিভাজনের বলিরেখা এঁকে দেওয়ার উদ্দেশ্যেই রাজ্যভাগের চক্রান্ত শুরু হয়েছে৷ তবে তিনি মনে করেন, রাজ্যবাসী এই চক্রান্ত প্রত্যাখ্যান করবেন৷

এদিন মানিক সরকার দীর্ঘ ২৫ বছরের বাম শাসনের বিভিন্ন দিক তুলে ধরে দাবি করেন, গরিব অংশের মানুষের স্বার্থে সর্বদাই বামফ্রন্ট সরকার নিবেদিত৷ এই প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের সাথে রাজ্য সরকারের তুলনা টেনে আনেন মানিক সরকার৷ তাঁর কথায়, বিজেপি ভোটে জেতার আগে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল, এর কোনটাই পূরণ করেনি৷ কেন্দ্রের ক্ষমতায় এসে বিজেপি বেমালুম ভুলে গেছে তাঁরা প্রতিশ্রুতি দিয়েছিল বছরে ২ কোটি চাকুরী এবং বিদেশের ব্যাঙ্কে গচ্ছিত কালো টাকা ফিরিয়ে এনে গরিবের একাউন্টে ১৫ লক্ষ টাকা করে বন্টন করা হবে৷ এছাড়াও আরো অনেক প্রতিশ্রুতি ছিল, যা ক্ষমতায় এসেই ভুলে গেছে বিজেপি৷ অথচ, বামফ্রন্ট আজ অব্দি যত প্রতিশ্রুতি দিয়েছে সব পূরণ করেছে, দাবি করেন মানিক সরকার৷