নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারী৷৷ ১৮ এর নির্বাচন পাখীর চোখ বামফ্রন্ট ও বিজেপির৷ জাতীয় রাজনীতিতে ইমেজ

রক্ষার লড়াই৷ কমিউনিস্টদের লালদূর্গ ত্রিপুরায় আড়াই দশকের ক্ষমতার মসনদ দখল করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি৷ পলিটব্যুরোর পুরো শক্তি নিয়ে বিজেপির উত্থান রুখে মাঠে নামলেও বেগ পোহাতে হচ্ছে৷ শহরের আসনগুলি বরাবর বিরোধীদের শক্তিশালী ঘাঁটি৷ গত ২০ বছর ধরে ৮ টাউন বড়দোয়ালী বিরোধী কংগ্রেস দলের দখলে৷ নতুন সমীকরণ তৎকালীন কংগ্রেস বিধায়ক বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ জমে উঠেছে এই কেন্দ্র রাজনৈতিক মহারণ৷ দু’বারের বিধায়ক আশিষ কুমার সাহা বিজেপি মনোনীত প্রার্থী৷ বামফ্রন্ট শরিক দল ফরওয়ার্ড ব্লকের প্রার্থী বর্তমান আগরতলা পুর নিগমের মেয়র ইন কাউন্সিল বিশ্বনাথ সাহা৷ কংগ্রেসের শক্ত ঘাঁটি কেন্দ্র এবারের ট্রামকার্ড পুর পারিষদ রত্না দত্ত৷
১৩ এর নির্বাচনে প্রাপ্ত ভোটের নীরিখে কংগ্রেস ৭০৬০টি ভোটের ব্যবধানে জয়ী বিধায়ক আশিষ কুমার সাহা৷ তৎকালীন ফরওয়ার্ড ব্লকের প্রার্থী শ্যামল রায় ১৮০৫ শতাংশ ভোটে কংগ্রেস প্রার্থীর কাছে হেরে গিয়েছিলেন৷ বিজেপি দল ৭০৬০ ভোটকে পঁুজি করে কেন্দ্রটি জয় করতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন৷ গত নির্বাচনে মোট ভোটারের মধ্যে ৩৭,৮৪৭ পুরুষ এবং মহিলা ভোটার ছিল ১৩,০০০৷ ২০১৩ এর ১৮ ফেব্রুয়ারী ভোট গণনায় কংগ্রেস প্রার্থী ২২,৪৭৪ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন৷ ফরওয়ার্ড ব্লকের ১৫,৪১৪ ভোট পেয়ে বিজিত প্রার্থী ছিলেন শ্যামল রায়৷ এবারের নির্বাচনে ত্রিশঙ্কু লড়াইয়ে জয়ের আশায় বিজেপি ও বামফ্রন্ট৷
রাজনৈতিক টানাপোড়েনে ভোটের নয়া রসায়নে পরিবর্তনের শ্লোগান তুলে মাঠ কাঁপাচ্ছে বিজেপি৷ কংগ্রেস হারানো জমি উদ্ধার করতে রত্না দত্তের উপর ভরসা করছে ৫৬টি বুথ নিয়ে বড়দোয়ালী বিধানসভা কেন্দ্র৷
কংগ্রেস মনোনীত প্রার্থী রত্না দত্ত দাবি করেছেন সারা দেশের মধ্যে কংগ্রেস ঘুরে দাঁড়াচ্ছে৷ ১৪ এর লোকসভা নির্বাচনে বিজেপির দেওয়া সমস্ত প্রতিশ্রুতি লঙ্ঘিত হয়েছে৷ বছরে দুই কোটি বেকারের কর্মসংস্থান, কালোধন ফেরানো, মুদ্রাস্ফীতি রোধ করতে ব্যর্থ হয়েছে মোদি সরকার৷ ত্রিপুরায় কংগ্রেস দলের স্বার্থান্বেষী নেতা এবং গরীবের শোষণের টাকায় আস্ফালন করছেন৷ তাঁর দাবি, জনগণ ভোটে নীরবে বিজেপিকে প্রত্যাখান করবেন৷
বামফ্রন্ট মনোনীত প্রার্থী বিশ্বনাথ সাহা বাড়ি বাড়ি গিয়ে একবার বামেদের কেন্দ্রটিতে জনসেবার সুযোগের আবেদন জানাচ্ছেন ভোটারদের কাছে৷ তিনি অভিযোগ করেছেন, গত কুড়ি বছরে এলাকার বিধাায়ক কাজ না করে তিনবার দলবদল করেছেন৷ জনগণের ভোটে জয়ীী হয়ে মানুষের বিশ্বাস ভাঙছেন বারবার৷
অন্যদিকে, বিজেপির মনোনীত প্রার্থী তথা এলাকার বর্তমান বিধায়ক আশিষ কুমার সাহা ২৪ বছরের দুর্নীতি রুখতে পদ্মচিহ্ণে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন ভোটারদের দরবারে৷ দুর্নীতিমুক্ত রাজ্য গড়ে উন্নত ত্রিপুরা গড়তে বিজেপি প্রার্থীকে জয়ী করে ‘চল পাল্টাই’ শ্লোগান তুলেছেন তিনি৷ এই কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করে বড়দোয়ালী কেন্দ্রে পদ্ম ফুল, সিংহের দখলে যাবে? চলছে রাজনৈতিক মহলে চুলচেরা বিশ্লেষণ৷

