চুরাইবাড়িতে উদ্ধার দেড় লক্ষাধিক টাকার গাঁজা, আটক লরির চালক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ফেব্রুয়ারি৷৷ আন্তঃরাজ্য ত্রিপুরা সীমান্তবর্তী অসমের চুরাইবাড়ি পুলিশের হাতে উদ্ধার হয়েছে প্রায় দেড় লক্ষাধিক টাকার নেশাদ্রব্য গাঁজা৷ সেই সঙ্গে আটক করা হয়েছে পাচারকারী লরি সহ তার চালক ৩২ বছর বয়সি মানবেন্দ্র সিংকে৷ প্রাপ্ত খবরে জানা গেছে, আত শুক্রবার কাকভোরে বাজারিছড়া থানার অন্তর্গত চুরাইবাড়ি ওয়াচপোস্টের পুলিশকর্মীদের রুটিন তালাশির সময় ধরা পড়েছে গাঁজাগুলি৷ আজ উদ্ধারকৃত গাঁজাগুলির পরিমাণ প্রায় ৫১ কেজি৷ এগুলির বাজারমূল্য অসমে প্রায় দেড় লক্ষ টাকার বেশি হবে বলে জানানো হয়েছে৷ সূত্রে জানিয়েছে, এদিন ভোর চারটা নাগাদ ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে ডিএল ১ এম ৫৩৪৭ নম্বরের একটি ছয় চাকার রবার বোঝাই লরি গুয়াহাটির উদ্দেশে যাচ্ছিল৷ ত্রিপুরা সীমান্তের চুরাইবাড়ি চেকগেট অতিক্রম করে অসম ভূখন্ডের চুরাইবাড়ি পুলিশ চেকগেটে এসে পুলিশের সিগনাল তোয়াক্কা না করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে৷ সে সময় কর্তব্যরত অসম পুলিশকর্মীদের সন্দেহ হয়৷ তাঁরাও জিপ নিয়ে পলায়নরত লরির পিছু ধাওয়া করেন৷ এক সময় বেগতিক বোঝে ৮ নম্বর জাতীয় সড়কের পাশে লরিকে দাঁড় করিয়ে চালক ও সহ চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে৷ কিন্তু শেষ রক্ষা হয়নি৷ ততক্ষনে সদলে উপস্থিত হন চুরাইবাড়ি পুলিশফাঁড়ির ইনচার্জ সুপ্রিয় ভট্টাচার্য৷ তিনি লরিটিকে নিজেদের হেফাজতে নিয়ে তল্লাশি চালিয়ে এর ভিতরে তেলের ট্যাংক ও স্পেয়ার টায়ারে সাজিয়ে রাখা গাঁজাগুলো উদ্ধার করেন৷ খবর পেয়ে চুরাইবাড়ি পৌঁছেন বাজারিছড়া থানার ওসি গৌতম দাস৷ তিনি জানান, লরি সহ তার চালক পুরির বাসিন্দা মানবেন্দ্র সিংকে গ্রেফতার করা হয়েছে৷ শনিবার তাকে করিগমঞ্জের আদালতে তোলা হবে৷ এখানে উল্লেখ করা যেতে পারে, গত কয়েকবছর ধরে ত্রিপুরা রাজধানী আগরতলা ও তার পার্শ্ববর্তী বিভিন্ন পাহাড়ি উপজাতি গ্রামে অবাদে চলছে অবৈধ গাঁজার চাষ৷ এগুলো পাচার হচ্ছে বিভিন্ন রাজ্যে৷ আগরতলা থেকে অসমে প্রবেশ করতে হলে সড়কে রয়েছে ত্রিপুরা রাজ্যে সরকারের প্রায় অর্ধশতাধিক চেকগেইট৷ এতগুলো চেকগেইট অতিক্রম করে কী করে অবৈধ নেশাদ্রব্য বোঝাই লরি বিভিন্ন রাজ্যে প্রবেশ করছে তা নিয়ে প্রশ্ণ উঠেছে৷ গত কয়েক মাসে প্রায় পঞ্চাশ লক্ষ টাকার বেশি গাঁজা সহ প্রায় দশটি লরি ও দশজন চালক সহ ধরা পড়েছে অসমের চুরাইবাড়ি পুলিশের হাতে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *